বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে
উন্নত বাংলা ফন্ট"অহনলিপি-বাংলা১৪"
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
=========================
ইয়ারবুক বার্তা
ইয়ারবুক বার্তা সংখ্যা ১২, জানুয়ারি-২০০৮
ব্যক্তিগত সম্পর্ক যেন নষ্ট না হয়
২০০৭ সালে রাজ্যে নানাবিধ হাঙ্গামা ঘটেছে আর আশ্চর্য, তার প্রভাব পড়েছে সাহিত্যিকমহলেওস্বাধীনতার পরে আর কখনও, এমনকী বিক্ষুব্ধ সত্তরের দশকেও এমনটা দেখা যায়নি নিন্দুকেরা বলেন,বাংলাভাষার কবি-লেখকেরা বড়োই পোষ-মানা, প্রতিবাদ করেন তবে হিসেব করে,যেখানে ঝুঁকি কম সেখানেইএ বার সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেলকবি-লেখক-শিল্পীরাই অগ্রণী ভূমিকা নিলেন প্রতিবাদেএর ফলে সমাজে তাঁদের প্রভাব বেড়েছেকিন্তু সেই সঙ্গ ক্ষতিও হয়েছেকবি-লেখকদের মধ্যে পারস্পরিক অসূয়া থাকেই, সব দেশে সব যুগেইএবার যা হল তা বড়ো বিশ্রীকবি-লেখকেরা দুভাগে বিভক্ত হয়ে কলহে লিপ্ত হয়েছেন এবং অনেক সময় বাদানুবাদের ভাষা শালীনতার সীমা ছাড়িয়ে গেছে, এমনটাই অভিযোগসবচেয়ে বড়ো ক্ষতি যা হল,ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেছেএখন কোনো কবি-লেখক যিনি এই বিতর্কে সরব ও সক্রিয় তাঁকে মাপা হচ্ছে তিনি কোন্ দলে তা-ই দিয়েআশা করি ব্যাপারটা সাময়িক এবং কবি লেখকদের মধ্যে আড়ালে যাই থাকুক,প্রকাশ্যে যে একটা সুন্দর সামাজিক সম্পর্ক ছিল তা ফিরে আসবে এবং সাহিত্যক্ষেত্রে একজন লেখককে বিচার করা হবে প্রধানত তাঁর সাহিত্যকৃতি দিয়ে,তিনি কোন পক্ষের তা দিয়ে নয়আর,প্রতিবাদী কবি-লেখকদের কথা আমরা মানি বা নাই মানি, দেখতে হবে যেন তাঁদের ব্যঙ্গ-বিদ্রূপ না করা হয়
সামনেই লিটল ম্যাগাজিন মেলা,রাজনৈতিক পরিস্থিতির দরুণ পত্রিকা সম্পাদকদের মধ্যেও দ্বিধা মেলায় অংশ গ্রহণ নিয়েএ লেখা যখন বেরোবে তখন আশা করি মেলা আরম্ভ হয়ে গেছেদশ বছর ধরে এই মেলা হচ্ছেলিটল ম্যাগাজিনের এত বড়ো সম্মিলনের জায়গা আর নেইযতদিন না এই মাপের কোনো বিকল্প তৈরি হচ্ছে,সরকারি মেলা বলে একে ত্যাগ করার কোনো যুক্তি নেইগতবারে দেখেছি,বাংলা আকাদেমি কর্তৃপক্ষ মতের বাছবিচার করেননি, সরকার-বিরোধী পত্র-পত্রিকাকেও মেলায় স্থান দিয়েছেন বিনা প্রশ্নেআকাদেমি সরকারি অর্থানুকূল্যে চলে বটে,কিন্তু এ এক জাতীয় প্রতিষ্ঠানআকাদেমির পরিচালনায় আরও স্বচ্ছতা আসুক,পরিচালন সমিতির নির্বাচন হোক,যেরকম নির্বাচন হয় সাহিত্য অকাদেমিতে,এ সব দাবি আমরা করতে পারি কিন্তু আকাদেমি বর্জন করা নিজেদের অধিকার ত্যাগ করারই শামিল
এ সবের মধ্যেই ইয়ারবুক বার্তা তিন বছর সম্পূর্ণ করল,আর সাহিত্যের ইয়ারবুক এই নিয়ে ছবার প্রকাশিত হবেআমাদের চেষ্টা দুটি প্রকাশনাই একসঙ্গে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বের করারআশা করি,পাঠকেরা খুশি হবেন নতুন আকর্ষণীয় প্রচ্ছদে ও বর্ধিত কলেবরে এবছরের ইয়ারবুক পেয়ে
ইয়ারবুক বার্তার সুবাদে আমাদের এই প্রয়াস প্রায় এক সংঘের রূপ নিয়েছেবহরমপুরের আবুল হাসনাত একে বলেছেন 'মিটিং অফ মাইন্ডস' ’সানন্দবার্তা‘র দিব্যেন্দু ভট্টাচার্য 'পরস্পরের সম্পর্ক রক্ষা ও মেল বন্ধনে' ইয়ারবুকের ভূমিকা দেখতে পেয়েছেন,একইভাবে 'এবং নির্মোক'-এর দিলীপ পণ্ডা ’বৃহত্তর সৃজনশীল জনমানসের সঙ্গে‘ মিলন অনুভব করেছেন,আর পবিত্র সরকার মান্যতা দিয়েছেন 'ক্ষুদ্র পত্রিকার প্রশস্ত অলিন্দ‘ বলেমনে হয়, আমরা ঠিক পথেই চলেছি
টুকরো খবর
অক্টোবর
২ ডি এ ভি পি-র বিজ্ঞাপন সংক্রান্ত নীতিতে পরিবর্তনছোটো পত্রিকায় বিজ্ঞাপনে ৫ শতাংশ বৃদ্ধিন্যূনতম ৫০০ কপি ছাপলেই বিজ্ঞাপন এবং ১৮ মাস কাগজ বেরলেই তালিকাভুক্তি
১০ কবি প্রণব মুখোপাধ্যায়ের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান কলামন্দিরের কলাকুঞ্জ সভাঘরে
১৩ রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'লেখক কী গল্প লিখবেন, শিল্পী কী গাইবেন,নাট্যকার কী নাটক লিখবেন তা সরকার ঠিক করবে নাএটা করতে যাওয়া মূর্খামি‘
১৪ দিনান্তের অন্বেষণ পত্রিকার ২০০তম সংখ্যা প্রকাশিত চুঁচুড়া রবীন্দ্রভবনে
২২ ভারত সফররত জাপানি লেখিকা মামি ইয়ামাদার সঙ্গে কোলকাতার কবি-লেখকদের বৈঠক সাহিত্য অকাদেমির আয়োজনে
২৯ কোলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে ডিজিটাল প্রতিলিপির সাহায্যে তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক স্তরের কর্মশালা
ইয়ারবুক অলংকার

(ছবি) শিল্পী: মুজিবর আনসারি
নভেম্বর
১ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে ১০ম লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষে আকাদেমি ভবনে প্রস্তুতি সভা
৮ ইসলামের পয়গম্বর সম্পর্কে অসম্মানজনক কথা ছাপার জন্য সরকারি নির্দেশে 'পথ সংকেত' পত্রিকার শারদ সংখ্যা নিষিদ্ধ
২৫ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ঈদ সংখ্যা ’নতুন গতি‘র আনুষ্ঠানিক প্রকাশ প্রেস ক্লাবে
২৭ বাংলা সফ্টওয়্যার গড়ার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত
২৯ গণশক্তি পত্রিকায় প্রয়াত কবি বীরেন্দ্রনাথ রক্ষিতের স্ত্রীর সাহায্যের আবেদন মানসিক প্রতিবন্ধী পুত্রের হোমে থাকার খরচ চালানোর জন্য (যোগাযোগ:অশোক রক্ষিত, বি-১/১৫৫ কংগ্রেস রোড, কল্যাণী নদিয়া)
ডিসেম্বর
১ কোলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি স্থাপিত রবীন্দ্রমূর্তি নীরবে অপসারিত উপাচার্যের নির্দেশে, অনুমান মূর্তি সঠিক না হওয়ার কারণে
৮ আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে সর্বপ্রথম বক্তৃতাবক্তা গ্রন্থাগারিক মায়া দে
১৪ বাংলাদেশের মেঘদূতম অনুবাদক জাহেদা খানমের সংবর্ধনা বাংলা আকাদেমি সভাঘরে,পথের পাঁচালীর আয়োজনে
১৫ ২০০১সালের আদমসুমারির সদ্যপ্রকাশিত ভাষাভিত্তিক প্রতিবেদন অনুযায়ী ভারতে বাংলা ভাষাভাষীর সংখ্যা ৮,৩৩,৬৯,৭০৮, যার মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালি ৬,৮৩,৬৬,২৫৫, বাকি বহির্বঙ্গের একমাত্র হিন্দি বাদে এত বেশি সংখ্যক মানুষ আর কোনো ভাষায় নেই
১৬ কথাসাহিত্যিক আবদুল জব্বারকে নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী বেহালা বইমেলা মঞ্চেনির্মাতা শৌভিক চক্রবর্তী ও ইরা ভঞ্জ
২৯ গুরুতর অসুস্থ কথাসাহিত্যিক অনিল ঘড়াইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়ে ষোলোজন কথাসাহিত্যিকের যৌথ চিঠি আজকাল পত্রিকায়(যোগাযোগ:সর্বাণী ঘড়াই, ৪৮৪/২ ডেভেলপমেন্ট, খড়্গপুর ৭২১৩০১;০৩২২২-২৫৯৯০০/৯৪৩৪২-৫৯৪০২)
৩১ সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর ৬০ বছর পূর্ণ হওয়ায় তাঁর রচনার কপিরাইট নিঃশেষিত
'সাহিত্যের ইয়ারবুক'-এর পাঠক ও অনুরাগীদের জন্য ত্রৈমাসিক নিউজলেটার'
প্রয়াণপঞ্জি
অবনী ধর (প্রয়াণ ৯ অক্টোবর ২০০৭)কথাসাহিত্যিক
অসিতানন্দ রায়(প্রয়াণ ১৩ অক্টোবর ২০০৭)অধ্যাপক ও লেখক
সুশীল ভৌমিক(প্রয়াণ ২২ অক্টোবর ২০০৭)ছয়ের দশকের কবি
সেবাব্রত গুপ্ত(প্রয়াণ ২৮ অক্টোবর ২০০৭)চলচ্চিত্র সমালোচক ও সম্পাদক
অরুণ মুখোপাধ্যায়(প্রয়াণ ৩১ অক্টোবর ২০০৭)ছয়ের দশকের গল্পকার
উদয়ন ঘোষ(প্রয়াণ ১৮ নভেম্বর ২০০৭)কথাসাহিত্যিক
বিশ্ব দত্ত(প্রয়াণ ২২ নভেম্বর ২০০৭)নাট্যকার ও সাহিত্যকর্মী
প্রতান্তকুমার পাল(প্রয়াণ ২৬ নভেম্বর ২০০৭)রবীন্দ্র জীবনীকার
অমিতাভ দাশগুপ্ত(প্রয়াণ ৩০ নভেম্বর ২০০৭)কবি, গদ্যকার ও সম্পাদক
নবেন্দু ঘোষ(প্রয়াণ ১৪ ডিসেম্বর ২০০৭) কথাসাহিত্যিক
অবন্তীকুমার সান্যাল(প্রয়াণ ১৯ ডিসেম্বর ২০০৭)কবি,প্রাবন্ধিক ও অনুবাদক
সুনীলবরণ রায়(প্রয়াণ ২১ ডিসেম্বর ২০০৭)বহুভাষাবিদ ও অনুবাদক
সভা-অনুষ্ঠান
নতুন শতক(আলোচনা সভা, বিষয়__’তথ্যের ব্যবহার,সাম্প্রতিক শিল্প-সাহিত্য‘) ●বেলঘরিয়া যতীন দাস হাইস্কুল●২ অক্টোবর
বঙ্গীয় সাহিত্য পরিষৎ(আলোচনা সভা, বিষয়__’পঞ্চাশোত্তর দুই বাংলার সাহিত্য সংস্কৃতি)●পরিষৎ সভাঘর●৭ অক্টোবর
কফিহাউস,ঝোড়ো হাওয়া ও সহজ(আলোচনা সভা, বিষয়__’ছন্দ নিয়ে দ্বন্দ্ব বিতর্ক :প্রথাগত ও বর্ণহীন ছন্দ-মাত্রা-মিল-লয় কবিতার আধুনিকতা,গভীরতা ও রহস্যময়তাকে ধ্বংস করে‘)●জীবনানন্দ সভাঘর●১৩ অক্টোবর
কমলকুমার মজুমদার মেমোরিয়াল ট্রাস্ট(কমলকুমার মজুমদার স্মারক বক্তৃতা, বিষয়__’সত্য ও কৌতুক‘,বক্তা__অরিন্দম চক্রবর্তী)●সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস●১৭ নভেম্বর
অপূর্বকুমার রায় স্মৃতিরক্ষা কমিটি(অপূর্বকুমার রায় স্মারক বক্তৃতা,বিষয়__ ’রবীন্দ্রনাথের গানে সপ্তসিন্ধু দশদিগন্তের প্রভাব‘,বক্তা__অরুণকুমার বসু) ●জীবনানন্দ সভাঘর●২৪ নভেম্বর
বালি সাধারণ গ্রন্থাগার(আলোচনা সভা, বিষয়__’বাঙালির সাংস্কৃতিক পরিবর্তন‘, বক্তা__তপন রায়চৌধুরী)●গ্রন্থাগার সভাঘর●২৫ নভেম্বর
সূচনা কালচারাল সেন্টার(লালন বক্তৃতা, বিষয়__’মিথ ও সাহিত্য‘,বক্তা__পবিত্র সরকার)●জীবনানন্দ সভাঘর●৪ ডিসেম্বর
বিশ্বকোষ পরিষদ(রোকেয়া স্মারক বক্তৃতা, বিষয়__’পদ্মরাগ:বিপন্নতার কান্না ও প্রতিবাদের আগুনে ফোটা‘,বক্তা__আফরোজা খাতুন)●দ্বারভাঙা হল●৯ডিসেম্বর
লোককৃতি সংস্কৃতি সংসদ(বাংলা সাহিত্য-সম্মেলন ও কবি অমিতাভ দাস স্মারক বক্তৃতা,বক্তা__গৌরশংকর বন্দ্যোপাধ্যায়)●মহিষাদল রাজ কলেজ ●২১ডিসেম্বর
অখিল ভারতীয় ভাষা সাহিত্য সম্মেলন(আলোচনা সভা, বিষয়__’বাংলা সাহিত্যে শিল্প বিপ্লবের তরঙ্গ‘)●অবনীন্দ্র সভাগৃহ●২২ ডিসেম্বর
মেলা-উৎসব-প্রদর্শনী
সৌহার্দ্য আয়োজিত ৬ষ্ঠ সৌহার্দ্য কবিতা উৎসব ৪-৫অক্টোবর বাংলা আকাদেমি সভাঘরে
লিটল ম্যাগাজিন সম্পাদক সমিতি আয়োজিত লিটল ম্যাগাজিনের ২৪তম শারদ প্রদর্শনী ২২-২৫ নভেম্বর নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের প্রদর্শশালায়
জলঙ্গী কবিতা উৎসব ২৪-২৫ নভেম্বর কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে
উপত্যকা আয়োজিত মেদিনীপুর কবিতা উৎসব ২৫ নভেম্বর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে
প্রাংশু আয়োজিত ৭ম বহির্বঙ্গ উৎসব ৮-৯ডিসেম্বর নয়াদিল্লির বিপিনচন্দ্র পাল মেমোরিয়াল ট্রাস্ট প্রাঙ্গনেউদ্বোধক আশিস নন্দী
উতল হাওয়া আয়োজিত বাংলা কবিতা উৎসব ১৬ডিসেম্বর ডুলুং অতিথি নিবাসের সভাকক্ষে
ন্যাশনাল লাইব্রেরির সংগ্রহ থেকে বুদ্ধদের বসুর বইয়ের বিভিন্ন সংস্করণ ও তাঁর সম্পাদিত পত্রিকার প্রদর্শনী ১৮-২২ডিসেম্বর
পুরুলিয়া জেলা লিটল ম্যাগাজিন মেলা কমিটি আয়োজিত ৬ষ্ঠ সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ২৮-৩০ডিসেম্বর স্থানীয় হরিপদ সাহিত্য মন্দির চত্বরে
সাহিত্যের ইয়ারবুক ২০০৮ প্রকাশিত হবে ১১ জানুয়ারি লিটল ম্যাগাজিন মেলায়
পৃঃ-৩
পুরস্কার ও সম্মাননা
অণুপত্রী(দয়াবতী রায় স্মৃতি পদক)__নবকুমার শীল;আশাবরী(সংবর্ধনা) __ করুণাসিন্ধু দাস ও তরুণ সান্যাল;উত্তরবাংলা পদক পুরস্কার পরিষদ,বাংলাদেশ (উত্তর বাংলা পদক)__অনিন্দিতা দাস,অরুণ চক্রবর্তী,আদিত্য সেন,তেজেন্দ্রলাল মজুমদার ও শান্তনু প্রামাণিক;উপত্যকা(সংবর্ধনা)__ফাল্গুনী রায় রোহিণীনাথ মঙ্গল,শ্যামলকান্তি দাশ ও সুস্নাত জানা;কবি অমিতেশ মাইতি স্মৃতি সংসদ (কবি অমিতেশ মাইতি স্মৃতি পুরস্কার)__বিজয় সিংহ,(সংবর্ধনা)__ অজিত মিশ্র,সমরেন্দ্র দাস ও স্বরাজ গুছাইত;কবিপত্র(৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা)__রাণা চট্টোপাধ্যায় ও সুব্রত রুদ্র,তুষার চট্টোপাধ্যায়(সম্মাননা)__ সঞ্জয় মুখোপাধ্যায়,(মানস দাশগুপ্ত স্মৃতি পুরস্কার) __সৌমিত বসু;কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র(লিটল ম্যাগাজিন পুরস্কার)__ অর্কেস্ট্রা,কবিকণ্ঠ ও নক্ষত্র,(গবেষক সম্মান)__পবনকুমার সাহা,মানবেন্দ্র মুখোপাধ্যায় ও স্বপনকুমার মণ্ডল,(সারস্বত সম্মান)__ধূর্জটি নস্কর ও বিমলেন্দু হালদার;গজেন্দ্রকুমার মিত্র মেমোরিয়াল কমিটি(গজেন্দ্রকুমার মিত্র স্মৃতি পুরস্কার)__শীর্ষেন্দু মুখোপাধ্যায়,(প্রতিমা মিত্র স্মৃতি পুরস্কার)__হোসেনুর রহমান;দ্য পি ই এন(দেবকুমার বসু স্মৃতি পুরস্কার)__কোরক;নবদ্বীপ সাহিত্য সংসদ(গোপাল সেনগুপ্ত স্মারক স্মৃতি সম্মান)__মানবেন্দ্র পাল;পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি(তাপসী বসু স্মারক পুরস্কার)__নির্মল দাশ,(বিভা চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার)__প্রণবকুমার মুখোপাধ্যায়,(সোমেন চন্দ স্মারক পুরস্কার)__ সুকান্তি দত্ত;পশ্চিমবঙ্গ সরকার(দীনবন্ধু পুরস্কার)__রুদ্রপ্রসাদ সেনগুপ্ত; প্রোগেসিভ রাইটার্স গিল্ড(গ্রেট বেঙ্গল পুরস্কার)__মিহির আচার্য,(সংবর্ধনা) __অপূর্ব দত্ত ও শান্তনু বন্দ্যোপাধ্যায়;বঙ্কিম অয্কাডেমি (বঙ্কিম সম্মান)__রামেশ্বর শ‘; বঙ্গীয় সাহিত্য পরিষৎ(তাপসী বসু স্মৃতি পুরস্কার)__ভবতোষ দত্ত;ভারতীয় সাহিত্য(সংবর্ধনা)সোমেন পাল;মান্দাস(সংবর্ধনা)__জয় গোস্বামী; মালীবুড়োর সংগ্রহশালা ও গবেষণাগার (মালীবুড়ো স্মারক সম্মান)__সুধেন্দু মল্লিক;লোককৃতি সংস্কৃতি সংসদ (লোককৃতি সম্মান)আফসার আমেদ ও দীপক কর;শচীন্দ্রনাথ সাহিত্য সংসদ (শচীন্দ্রনাথ সাহিত্য পুরস্কার)__দিব্যেন্দু পালিত;শাব্দিক(সৌরী ঘটক স্মৃতি পুরস্কার)__প্রশান্ত মানিক;সাংস্কৃতিক খবর(বিষ্ণু দে পুরস্কার)__হাবীবুল্লাহ সিরাজী(বাংলাদেশ),(সাংস্কৃতিক খবর পদক)__শান্তি সিংহ;সাহিত্য(সাহিত্য পুরস্কার)__উদয়ন ঘোষ;সাহিত্য অকাদেমি(অকাদেমি পুরস্কার)__সমরেন্দ্র সেনগুপ্ত;সুধাঙ্কুর সংসদ(সুধাঙ্কুর সাহিত্য পুরস্কার)__শ্রীহর্ষ মল্লিক
জাহিরুল হাসান
সাহিত্যের ইয়ারবুক ২০০৮
তথ্যে ভরা ৩০৩ পৃষ্ঠা, দাম মাত্র ১০০ টাকা
লিটল ম্যাগাজিন মেলা এবং বইমেলায় খোঁজ করুন পুরবৈঁয়ার টেবিলে
পরিবেশক : দে বুক স্টোর, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৭৩
দে‘জ পাবলিশিং,বুক ফ্রেন্ড,সবুজপত্র এবং পাতিরামেও পাবেন
জেলার পাঠকেরা খোঁজ করুন নিকটবর্তী বইয়ের দোকানে
প্রকাশকের সঙ্গেও কথা বলতে পারেন মোবাইলে
পূর্বা ৯০ বেচু চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৯ (মো. ৯৪৩৩১-১১৫৪৬)
পত্র-পত্রিকার বিশেষ সংখ্যা
অমলকান্তি :কবি সুশীল ভৌমিক সংখ্যা
অসময়ের নাট্যভাবনা :অশান্ত নন্দীগ্রাম
আত্মজ :নদী
উদ্ভেদ :বিনয়-শরণ
ঋতবীণা :সিপাহী বিদ্রোহ ১৫০ বছর
এবং অন্যকথা :উন্নয়ন ও মানবিক সম্পর্ক
এবং মুশায়েরা :উপন্যাস বিশেষ সংখ্যা
কবিসম্মেলন :ক্রোড়পত্র__শতবর্ষের পথে ’পোয়েট্রি‘ পত্রিকা
কবিতাবাসর :পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় বিশেষ সংখ্যা
কোরক :রবীন্দ্রনাথ এবং পঞ্চাশজন ব্যক্তিত্ব
গল্পাণু :অসিত দত্ত প্রসঙ্গে বিশেষ সংখ্যা
দিগন্ত বলয় :সমকালীন ছোটগল্প
নীরাজনা :লীলা মজুমদার সংখ্যা
প্রমিথিউসের পথে :সিপাহী বিদ্রোহ বিশেষ সংখ্যা
বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা :সাময়িকপত্র বিশেষ সংখ্যা
বাংলার আভাষ :রামকিঙ্কর বেইজ শতবর্ষ সংখ্যা
মহাদিগন্ত :বুদ্ধদেব বসু সংখ্যা
মহাযান সাহিত্যপত্র :সতীনাথ ভাদুড়ী সংখ্যা
লোকসংস্কৃতি গবেষণা :বাঙলার লোকনৃত্য
সাহিত্য প্রগতি :লিট্ল ম্যাগাজিন ও সম্পাদকদের কথা
সাহিত্য ভগীরথ :মাতৃ সংখ্যা
সুকান্ত :উন্নয়ন
স্বদেশচর্চা লোক :বাংলার মেলা
লিটল ম্যাগাজিন মেলা :দুটি প্রতিবেদন
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৩য় বর্ষ উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলায় উপস্থিত থেকে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরেছিযদিও নন্দীগ্রাম কাণ্ডে উপস্থিতি কমছিলঅনেকেই আসেননিবয়কটের একটা ছাপ পড়েছে মেলায় তবে বয়কট পন্থীরা অংশ না নিলেও কবি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেনলিটল ম্যাগের আদান-প্রদান করেছেন বিষয়টি আমার নজরে এসেছেসেদিক থেকে বলতে হয় বাংলা আকাদেমির উদ্দেশ্য সফল হয়েছেজোয়ার,পদ্য,নোনাই,বিনিদ্র স্টলে বই বিক্রি হয়েছেশেষ দিন আলোচনা ও কবিতাপাঠ জমে উঠেছিলতবে বাংলা আকাদেমি দৈনিক কাগজে বিজ্ঞাপন দেয়নি বলে আমার ভালো লাগেনি__সঞ্জয় সোম
কাটোয়া শহরের স্টুডেন্টস হেলথ হোম প্রঙ্গণে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন মেলা,ডিসেম্বরের এক ও দুই তারিখেসর্বমোট ৫১টি পত্রিকা অংশগ্রহণ করেছিলউদ্বোধন করলেন কবি পবিত্র মুখোপাধ্যায়আলোচনায় ছিলেন অমর মিত্র, শচীন দাস,সাধন চট্টোপাধ্যায়,বাসব দাশগুপ্ত,প্রগতি মাইতি,শ্যামলবরণ সাহা,অলোক বিশ্বাস,উজ্জ্বল সিংহ প্রমুখকবিতাপাঠে ছিলেন জপমালা ঘোষরায়,পার্থসারথি রায়,জয় সিংহ,তারকেশ্বর চট্টরাজ ও আরও অনেকে উদ্যোক্তাদের আন্তরিকতা ছিল অকৃত্রিমথাকা-খাওয়ার ব্যবস্থাও ছিল চমৎকার __উজ্জ্বল সিংহ
গত বারের তুলনায় ইয়ারবুকের আয়তন বেড়েছে প্রায় ২৫ শতাংশ কিন্তু দাম থাকছে একই
পৃঃ-৪
নতুন বই
১৮৫৭-র বিদ্রোহ :সমকালীন বাংলা ও বাঙালি●স্বপন বসু ও ইন্দ্রজিৎ চৌধুরী● বঙ্গীয় সাহিত্য পরিষৎ●ইতিহাস
অনঙ্গ লাবণ্য ঝর্না●নারায়ণ বৈরাগ্য●লেখা প্রকাশনী●কবিতা
অন্তরাত্মার ডাকে হিমালয়ে●স্বপনকুমার চক্রবর্তী●কল্যাণী চক্রবর্তী●ভ্রমণ
অবান্তর স্মৃতির ভিতরে●ইন্দ্রনীল মজুমদার●ঋতাক্ষর প্রকাশন●স্মৃতিকথা
অভিশপ্তা●শীতল ঘোষ●কৌণিক প্রকাশনী●উপন্যাস
আমরা সবাই রাজা●পূর্ণ দিন্দা ও হরপ্রসাদ সাহু(সম্পা.)●লোককৃতি সংস্কৃতি সংসদ●কবিতা সংকলন
আজিও মহেঞ্জোদারো●নিমাই মান্না●শম্পা প্রকাশনী●কবিতা
আসানসোল শিল্পভূমি :নট,নাটক,নাট্যচর্চা●অসীমকৃষ্ণ দত্ত(মু. সম্পা.)●ট্রিনিটি ট্রাস্ট●আঞ্চলিক ইতিহাস
এত মায়া এত মোহ●প্রণবকুমার মুখোপাধ্যায়●পত্রলেখা●কবিতা
কৃত্তিবাসের ঘরের কথা●সুনীল গঙ্গোপাধ্যায় ও সুব্রত রুদ্র(সম্পা.)●পরম্পরা ●সংকলন
কেউ আলো কেউ অন্ধকার●প্রমোদ বসু●আশাবরী প্রকাশন●কবিতা
গোধূলির রং●লক্ষ্মীকান্ত পাল●বাকপ্রতিমা●ছোটোগল্প
গোপন দস্তাবেজ :শীততাপনিয়ন্ত্রিত আত্মা●সুবিমল বসাক●হাওয়া ৪৯ প্রকাশনী●ছোটোগল্প
ঘরে ফিরে যাবো●অসীম আচার্য●কবিকণ্ঠ প্রকাশনী●কবিতা
ছোট্ট ছোট্ট গল্প●সমরেন্দ্র ঘোষ●জ্যোতি প্রিন্টার্স●অণুগল্প
জংশন স্টেশনে দাঁড়িয়ে●কেশবরঞ্জন●শব্দতীর্থ●কবিতার মিনিবুক
দেবতা ও পশুপাখি●সাদিক হোসেন●আনন্দ প্রকাশন●কবিতা
দেবদাসী থেকে যৌনকর্মী :ভারতে বারাঙ্গনাদের জীবন●মণি নাগ ও স্বাতী ভট্টাচার্য ●দীপ প্রকাশন●মানবীবিদ্যা
ধর্ম কুসংস্কার ও মানুষ●প্রশান্ত মানিক●দেশ পাবলিকেশন●প্রবন্ধ
নখাগ্রে ব্রহ্মাণ্ড●স্টিফেন ডব্লু হকিং(অনু. শত্রুজিৎ দাশগুপ্ত ও শর্মিষ্ঠা রায়)●বাউলমন প্রকাশন●অনুবাদ
নূর ইসলাম●রোকেয়া সাখাওয়াত হোসেন ও অয্নি বেসান্ত(সংক. ও ভূ. জাহিরুল হাসান)●বিশ্বকোষ পরিষদ●বক্তৃতা
প্রবন্ধ সমগ্র ২●বুদ্ধদেব বসু●পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি●প্রবন্ধ
বঙ্গসাহিত্যে মহাবিদ্রোহ●শঙ্করপ্রসাদ চক্রবর্তী●করুণা প্রকাশনী●প্রবন্ধ
বিষণ্ণ স্মৃতি-কুয়াশায়●দীপক বন্দ্যোপাধ্যায়●ইস্ক্রা●কবিতা
বৃষ্টির নূপুর●সুস্নাত জানা●উপত্যকা●কবিতা
মায়াবী আকাশ●বলরাম কুণ্ডু●বাকপ্রতিমা●উপন্যাস
রঙ্গভূমি●প্রেমচন্দ(অনু. বারীন ঘোষাল)●ন্যাশনাল বুক ট্রাস্ট●অনুবাদ
রক্তগন্ধার লিপি●নির্মাল্য মুখোপাধ্যায়●পত্রলেখা●কবিতা
শরৎচন্দ্র :অনুপম শৈলীতে ভাস্বর মনীষা●তরুণ মণ্ডল(সম্পা.)●সারা বাংলা ১২৫তম শরৎচন্দ্র জন্মবার্ষিকী কমিটি●সংকলন
শরৎচন্দ্র ও টমাস হার্ডি●জীবনকুমার মুখোপাধ্যায়●আশাবরী প্রকাশন●প্রবন্ধ
শ্বেতপলাশ●রাজকুমার সরকার●শৈলী পাবলিকেশন●কবিতা
হৃদয় নিয়ে জেরবার●দেবী রায়●আশাবরী প্রকাশন●কবিতা
প্রশংসিত বই
সমকালীন দর্শনচর্চা(দর্শন,ইতিহাস,দিব্যদৃষ্টি__ কী নেই এই আলোচনাগুলোর মধ্যে)নিয়ে এমন-একটি আলোচনা গ্রন্থ(বাংলায় বিনির্মাণ/অবিনির্মাণ,সম্পাদক অনির্বাণ দাশ,অবভাস,৩০০.০০)হাতে পাওয়া আমাদের মতো অর্বাচীন পাঠকদের অসীম সৌভাগ্যএই সংকলন আমাদের অনেক কিছু জানায়,অনেক কিছু ভাবায় আমাদের হাত চেপে ধ‘রে টেনে নিয়ে যায় বদ্ধমূল চিন্তার গণ্ডির বাইরে__ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়(বইয়ের দেশ,অক্টোবর-ডিসেম্বর ২০০৭)
হঠাৎএকটি উজ্জ্বলতা-ছড়ানো প্রবন্ধগ্রন্ধ হাতে এলচিলেকোঠার উন্মাদিনী: ফরাসি সাহিত্য বিষয়ক ও অন্যান্য প্রবন্ধ(আনন্দ পাবলিশার্স)রচয়িতা চিন্ময় গুহ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপককিন্তু পাশাপাশি তিনি ফরাসি ভাষা ও সাহিত্য নিয়েও সমোৎসাহীতাঁর লেখার ভঙ্গী নির্ভার তথা ঝকঝকে, পণ্ডিতসুলভ কচকচানি নেই,অথচ চিন্তার বিন্যাস অতি গুছানোসব মিলিয়ে চিন্ময় গুহের বুদ্ধি চর্চা অনেকটাই অভয় দান করে :চার দিকে উদ্দাম ভোগবাদের প্রকোপ,তার কদর্য রুচিহীনতা এখনও সব কিছু শেষ করে দিতে পারেনি__অশোক মিত্র(আনন্দবাজার পত্রিকা,৩ নভেম্বর ২০০৭)
জ্যোতির্ময় দাশের উড়ো কথার জলছবি(অয্কাডেমি পাবলিশার্স) বইটি পঁচিশটি নানা ধরনের রচনা সংকলনতাঁর রচনা মূলত কাহিনীভিত্তিকরচনার রম্যতাই এগুলির প্রধান গুণভাষার চারুতা ঘিরে অথচ লঘুভাবে ভাষাকে প্রবাহিত হতে দিয়েও করুণরসের মধ্যেও চমৎকার আস্বাদ আনতে পারতেন আমাদের একজন অগ্রজ সাহিত্যিক;তাঁর নাম মুজতবা আলিজ্যোতির্ময়ের রচনা পড়তে গিয়ে তাঁর কথাই আগে মনে পড়বেআমি বলছি না যে জ্যোতির্ময় এবং সৈয়দ সাহেব একই উচ্চতায় অবস্থান করছেন, তবু মুজতবা আলির ধারাকে তিনি ধরে রাখার চেষ্টা করেছেনবেশ কিছুটা সক্ষমও হয়েছেন বৈকি__আনন্দ ঘোষ হাজরা (বাংলা বই,নভেম্বর ২০০৭)
আলোকপাত
কবি হিসেবে তিনি একান্তভাবেই অসামাজিকতাঁর কবিতা পাঠকের কাছে দাবি করে প্রচণ্ড একাগ্রতা,অভিনিবেশে সামান্য শিথিলতা ঘটলেই শব্দস্রোতে ভরাডুবির ভয় থাকেশুধু তাই নয়,দেশ-বিদেশের ক্লাসিক্স-এরও জ্ঞান থাকা দরকার তাঁর কবিতার পূর্ণ স্বাদ নিতে হলেএ সব কারণেই বৃহত্তর পাঠকমণ্ডলীর কাছে পৌঁছায়নি তাঁর কবিতা অনেক ক্ষেত্রেইতিনি তাতে বিশেষ বিচলিত নন, কারণ তিনি জানেন তাঁর পদাবলি বিশিষ্ট এলিটের জন্যইতাঁর কথার সিনট্যাক্স খুব সহজেই সুনির্ণেয় না হলেও তাদের সমবায়ী মায়ামমতা কবিতারতিনি যেসব কবিতা লেখেন তারা মহত্ত্বে আক্রান্তশিবনারায়ণ রায় এবং অলোকরঞ্জন দাশগুপ্তর এই কথাগুলি এই সময়ের একমাত্র যে-কবিকে চিহ্নিত করে তাঁর নাম শঙ্করনাথ চক্রবর্তীতাঁকে নিয়ে দেবাশিস চক্রবর্তীর সম্পাদনায় ৩৩০ পৃষ্ঠার একটি সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছেগাইড বইয়ের মতো এই বইটি হাতে নিয়ে দুর্গমতাপ্রিয় পাঠক এগিয়ে যেতে পারেন তাঁর কবিতাপাঠের রোমাঞ্চকর অভিযানেযদিও এতে তাঁর কোনো জীবনপঞ্জি নেই, গ্রন্থপঞ্জিও নেই,সবই খুঁজতে হবে কষ্ট করেপাঠকের কাছে এই কবি বাস্তবিক এক চ্যালেঞ্জের মতো
প্রচ্ছদও এবার অন্যরকম,আজকাল পত্রিকার শিল্পী দেবাশিস রায়-এর ডিজাইন করা
পৃঃ-৫
সাহিত্য-উক্তি
বিশেষ করে রবীন্দ্রসদন-আকাদেমি চত্বরে সমাজ-সংস্কৃতি সচেতন মানুষদের সঙ্গে প্রথম আলাপের সময় মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি :’কবে এসেছেন?‘প্রশ্নকারীরা স্থির ধরেই নেন আমি বাংলাদেশ থেকে এসেছি__ সৈয়দ হাসমত জালাল(আনন্দ সংবাদ, নভেম্বর ২০০৭)
বাংলাদেশের ভাষা হিসেবেই বাংলা ভাষা পরিচিত জাপানেপশ্চিমবঙ্গ যে বাংলা ভাষাচর্চার বিশাল এক ক্ষেত্র,জাপানে তা অনেকেরই অজানা__কাজুও আজুমা(বইয়ের দেশ, অক্টোবর-ডিসেম্বর ২০০৭)
বাংলা সাহিত্যের দুর্ভাগ্য যে এখনও যাঁরা বাংলা ভাষাচর্চা করেন তাঁরা মূলত শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ এবং শাসকের আধিপত্যকামী ভাষাই তাঁরা ব্যবহার করেন__প্রবুদ্ধ বাগচী(কবিসম্মেলন,নভেম্বর-ডিসেম্বর ২০০৭)
তসলিমা-বিতর্ক
তসলিমা এমন কিছু না বললে বা লিখলে ভাল, যেটা ধর্মীয় ভাবাবেগকে আহত করে__মল্লিকা সেনগুপ্ত(সংবাদ প্রতিদিন,৮ডিসেম্বর ২০০৭)
এক বার যদি নীতিগত ভাবে মেনে নিই ’বেশির ভাগ লোকের আবেগকে যা আঘাত করে তা প্রকাশ করা যাবে না‘,তা হলে এই যুক্তিতে পৃথিবীর কোনও পাঁচিল-ভাঙা,নতুন,বিপ্লবী ধারণাই প্রকাশ করা যাবে না__চন্দ্রিল ভট্টাচার্য (আনন্দবাজার, ৯ডিসেম্বর ২০০৭)
ভাবাবেগকে কারণ দেখিয়ে মানুষের সৃষ্টিকে কি কখনও একেবারে বন্ধ করা গিয়েছে?যায়নি তো__শুভেন্দু দাশগুপ্ত(সংবাদ প্রতিদিন, ৪ডিসেম্বর ২০০৭)
বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিখণ্ডিত-খণ্ডিত কোনও আকারেই তার প্রতি এক পলকের জন্যও দৃষ্টিপাত করবে বলে মনে হয় না__শ্রীনিরপেক্ষ(সংবাদ প্রতিদিন, ৩ ডিসেম্বর ২০০৭)
লেখকের সম্পর্কে কুখ্যাতি রটাতে হলে সেই লেখকের লেখাকে অকিঞ্চিৎকর বলাটাই হবে সেই লেখকের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ__মুচকুন্দ দুবে (দৈনিক স্টেটসম্যান, ৯ ডিদেম্বর ২০০৭)
শিল্পীরা যদি বাজারের ’প্যারামিটার‘ মেনে নিয়ে কাজ করতে রাজি হন, সমাজের ন্যূনতম কিছু ’প্যারামিটার‘ তাঁরা কেন মানবেন না?__ কল্যাণ সান্যাল (আনন্দবাজার পত্রিকা, ৫ ডিসেম্বর ২০০৭)
দেশ এবং জাতিকে ঘৃণা করে দেখানোর মধ্যেই কি প্রতিবাদী শিল্পসত্তার প্রয়োজনীয় প্রতিফলন ঘটে?_-শুভঙ্কর ভট্টাচার্য(আজকাল, ২২ডিসেম্বর ২০০৭)
কয়েক বছর আগে ’দ্বিখণ্ডিত‘র দু-চার পৃষ্ঠা ছাড়া বহুকাল ধর্ম নিয়ে তেমন কিছুই লেখেননি তসলিমাবরং একটি বহুল প্রচারিত ইংরেজি সাপ্তাহিকে জনৈক বিদেশি মুসলমান লেখিকার ইসলাম সমালোচনার আদ্যোপান্ত তুলোধোনা করে লিখেছেন বিশাল রিভিউসেখানে তাঁর অবস্থান দিব্যি রক্ষণশীল,অতিবিজ্ঞাপিত বিদ্রোহী ভাবমূর্তি থেকে ১৮০ ডিগ্রি বিপরীত__এষা দে(আজকাল, ২৩ ডিসেম্বর ২০০৭)
মাইলফলক
সম্পাদক বিজন ষড়ঙ্গীর প্রয়াণে থেমে গেল টপ কোয়ার্ক-এর ১৭ বছরের যাত্রা, তাঁর স্মৃতিতে দগ্ধ শেষ সংখ্যা(অক্টোবর-ডিসেম্বর ২০০৭)
নতুন পত্রিকা কৃত্তিকা প্রকাশিত ১৩ অক্টোবর মহাবোধি সোসাইটি হলে এক অনুষ্ঠানেউদ্বোধক নবনীতা দেবসেনসম্পাদক অজিত বাইরী
উৎপলকুমার গুপ্ত সম্পাদিত বহরমপুরের ’সময়‘ পত্রিকার চল্লিশবর্ষ পূর্তি সংখ্যা(অক্টোবর-ডিসেম্বর ২০০৭)প্রকাশিত
চন্দ্রগ্রহণ পত্রিকার প্রথম সংখ্যা শারদ সংখ্যা হিসেবে প্রকাশিতসম্পাদক মণিশংকর রায় ও প্রণবকুমার চট্টোপাধ্যায়
১৩১৪ বঙ্গাব্দের ১৭ কার্তিক মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের শতবার্ষিকী উপলক্ষে ৪ নভেম্বের কাশিমবাজার রাজবাড়ির মূল তোরণদ্বারে কবিসম্মেলন আয়োজিত
দ্বিমাসিক ’রিভিউ প্রিভিউ‘ পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা হেমন্ত ১৪১৪ প্রকাশিতসম্পাদক মারুফ হোসেন
অভিনব অগ্রণী পত্রিকার উদ্যোগে শিশু সাহিত্যিক যামিনীকান্ত সোম-এর ১২৫তম জন্মদিন পালিত ২৫ নভেম্বর হাওড়ার বৈষ্ণবপাড়া লেনে
অসমের ’সাহিত্য‘ পত্রিকার ৪০ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য উৎসব ২ ডিসেম্বর হাইলাকান্দির শ্রীকিষাণ সারদা কলেজ সভাঘরে
’গদ্যের নতুন কাগজ‘-এর প্রথম সংখ্যা ডিসেম্বরে প্রকাশিতপ্রধান সম্পাদক বিশ্বজিৎ মাইতি
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত মানিক বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ সূচনা অনুষ্ঠান ১৩ ডিসেম্বর বাংলা আকাদেমি সভাঘরে
মহাদিগন্ত আয়োজিত বুদ্ধদেব বসু জন্মশতবর্ষ অনুষ্ঠান এবং পত্রিকার বুদ্ধদেব বসু সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ১৪ ডিসেম্বর বাংলা আকাদেমি সভাঘরে
অণু-বিজ্ঞপ্তি
একটি ফোল্ডার বের হতে চলেছে,যাতে থাকছে ফ্লোরেন্স ডেসি,তাহ্মিন আল খাতিব ও আদ্রিয়েন রিচ-এর একটি করে কবিতার অনুবাদ__সন্নিকর্ষ(মোবাইল: ৯৪৭৪৫-৬৮৭৮৫)
সৃজক সাহিত্যসভা অনুষ্ঠিত হয় প্রতি মাসের প্রথম মঙ্গলবার সন্ধ্যা ৬টায়
পি-৯১ সর্দার শঙ্কর রোড, কোলকাতা ২৯,এই ঠিকানায়লেখক-পাঠক সবাইকেই আমন্ত্রণ__প্রশান্ত গুপ্ত(মো. ৯৩৩৯৩-১০৬২৪)
জানুয়ারি ২০০৮-এ শুরু হচ্ছে প্রতিমাসে প্রথম ও শেষ রবিবারের নতুন সাহিত্য বাসর ’শব্দসাঁকো‘কবি-সাহিত্যিকদের আমন্ত্রণ রইল__বিশ্বজিৎ মণ্ডল, বেলপুকুর,বলরামপুর কলোনি,বহরমপুর,মুর্শিদাবাদ(মো. ৯৯৩৩০-৮৫৭৮৫)
ঝাড়খণ্ডের গ্রামে দাদুর নামে ফ্রি লাইব্রেরি চালাইযদি কেউ বই পত্র-পত্রিকা দান করতে চান,এই ঠিকানায় পাঠান :Rajkumar Sarkar, Ramsaday Sahitya Mandir, Moko,Dhanbad 828201 (মো. ০৯৪৩১৫-৪১৫৫৬)/
কবিতা,অণুগল্প,গবেষণামূলক প্রবন্ধ,আবৃত্তি ও নাট্যবিষয়ক লেখা পাঠান__ বঙ্গীয় কৃষ্টিধ্বনি, প্রযত্নে তিতাস প্রকাশন,ধর্মরাজতলা,বোলপুর ৭৩১২০৪
ঠিকানা-টেলিফোন নম্বরের তালিকায় সংযোজন-সংশোধন হয়েছে প্রচুর
পৃঃ-৬
মতামত:বই ও পত্র-পত্রিকার অতি-ফলন__ এটাই কি সাহিত্যের সেরা সময়?
গুণমান বজায় রেখে যদি বই-পত্রিকা অধিক ছাপা হয় ক্ষতি নেইকিন্তু সাহিত্যের নামে হাবিজাবি চালান দেওয়াটা অন্যায়__সুবীর ঘোষ,দুর্গাপুর
প্রকাশিত পত্র-পত্রিকা ও বই-এর অতি ফলন তো শূন্যে হচ্ছে না;হচ্ছে জমিতেএ জমি__মনএই মন ত্যাগে-দুঃখে-শ্রমে-আনন্দে-বিশ্বাসে-সামাজিক-বর্ষণে তা রচনা করছে__নারায়ণ মুখোপাধ্যায়,কোলকাতা
বাংলা সাহিত্যের এই অতি-ফলন সত্ত্বেও ’গীতবিতান‘, ’পথের পাঁচালী‘, ’আরোগ্য নিকেতন‘,’পদ্মা নদীর মাঝি‘র মতো ক্ল্যাসিকস আর সৃষ্টি হচ্ছে না কেন?__কমল ভৌমিক,কোলকাতা
সংখ্যার আধিক্য কখনই গুণবত্তার সারাৎসার ঘোষণা করে নাবরং অতিফলনের জন্যে গুণের অবনমন ঘটাটাই স্বাবাভিকযেমন এবারে শারদীয় বাণিজ্যিক পত্রপত্রিকায় একটিও মনে দাগ কাটার মতো গল্প উপন্যাস কবিতা দেখতে পেলাম না__জ্যোতির্ময় দাশ, হাওড়া
প্রকৃতির অতি ফলনে অরণ্যের মধ্যে যেমন দাবানল জ্বলে উঠে সবকিছু পুড়ে ছাই করে দেয়, তবুও তার মধ্যে ভস্মীভূত অবস্থায় প্রাণের কণা থেকে যায় আর প্রকৃতি পুনরায় তাকে জলসিঞ্চিত করে উদ্বোধিত হতে সাহায্য করে__ সাহিত্যের অতি ফলনও সেই রকম__দিলীপ পণ্ডা,রোহিণী,পশ্চিম মেদিনীপুর
প্রকাশিত লেখা পাঠক/পাঠিকার সংখ্যা যদি বাড়ায় তবেই হবে সাহিত্যের সেরা সময়__জয়দীপ মুখার্জি,বর্ধমান
(এই বিষয়ে আলোচনা চলবে আগামী সংখ্যায়ও দ্রুত মতামত পাঠান)
প্রস্তাব-দাবি-প্রশ্ন-অভিযোগ-প্রতিবাদ
আজকাল পত্রিকায়(৩১ অক্টোবর ২০০৭)আশিসকুমার ভুঁইয়ার দাবি, চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক বাংলা ’কিশলয়‘ বইটিতে যেসব লেখায় লেখকের নাম দেওয়া নেই, সেখানে এই অবশ্য প্রয়োজনীয় তথ্য সংযোজন করা হোক
দৈনিক স্টেটসম্যান(৫ নভেম্বর ২০০৭)পত্রিকায় সতীশ মণ্ডলের অভিযোগ, লিটল ম্যাগাজিনে গান প্রকাশিত হয় নাগান কি অপাঙ্ক্তেয়?
বাংলা বই নভেম্বর ‘০৭ সংখ্যায় অমিতাভ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের সহজপাঠ-এ কিছু পাঠ সংস্কারের প্রস্তাব দিয়েছেনসেটা অনেকটাই সহজপাঠের পূর্বের পাঠ মেনে, কিংবা কোথাও অনাবশ্যক ক্ষ-সম্পর্কিত পঙ্ক্তি বর্জন করে
২৩ নভেম্বর ২০০৭ ভারতে প্রকাশিত বিভিন্ন ভাষার বইয়ের তালিকা দি ইন্ডিয়ান ন্যাশনাল বিবলিওগ্রাফির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির প্রস্তাব,সাধারণ মানুষের সুবিধার জন্য একে অনলাইন করা হোক
কৃত্তিবাস রচিত ’শ্রীরাম পাঁচালি‘র মূল পুথি ফ্রান্সের জাদুঘর থেকে উদ্ধার করে আনা হোক,এই দাবি জানিয়েছেন কল্যাণময় ঘোষ সমাচার সাতদিন(৩ ডিসেম্বর ২০০৭)পত্রিকায়
এশিয়াটিক সোসাইটি তাদের নিজেদের ছাপা বহু ফার্স্ট এডিশন স্বল্পমূল্যে বেচে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী সংবাদপ্রতিদিন পত্রিকায় (১৯ ডিসেম্বর ২০০৭)
চিঠিপত্র
দীর্ঘদিন অসুস্থঅনেক বড় কবি__কীট্স থেকে সুকান্ত যে অসুখে ভুগেছিলেন, আমার মতো একজন ছোট কবিও তার থাবার ভেতরেইয়ারবুক বার্তা খুঁটিয়ে পড়লাম তবুআমাদের যুগে এমন কাগজের খুবই অভাব ছিলঅনেক কষ্ট পেয়েছি ওই কারণেসংসার সমাজ সব কিছুতে জলাঞ্জলি দিয়ে পত্রিকা বের করতামকোথাও উল্লেখ পর্যন্ত হত নাএখন অন্তত আপনার কাগজ থেকে বহু মানুষ অন্য কাগজের বার্তা পানশুধু কাগজ নয়,সাহিত্যের যাবতীয়__ঈশ্বর ত্রিপাঠী, বাঁকুড়া
ইয়ারবুক বার্তা পেয়েছিঅক্টোবর সংখ্যা ডিসেম্বরেডাকযোগে চিঠিপত্র বা কবিতা যা পাঠাই তার ২৫ শতাংশও এখন আর পৌঁছায় নাআপনি জানুয়ারির পর থেকে ইয়ারবুক বার্তা পাঠিয়েছেন__তা পাইনিআজ থেকে ৩/৪ বছর আগেও অয্তোটা খারাপ ছিল না অবস্থাগ্রামে লেখালেখি করে সংযোগ রক্ষা করা এখন বেশ কষ্টের হয়ে পড়েছেইয়ারবুক বার্তা এলে কত যে খবর পাই, আমার এই খোঁড়া গ্রাম,অন্ধ গ্রাম বিশ্বগ্রাম হয়ে যায় সে সময়__রুদ্র পতি,রখেড়া,পুরুলিয়া
’ইয়ারবুক বার্তা‘ অক্টোবর ২০০৭ পেয়েছিনিজ ব্যয়ে তথ্যের সাগর ছেঁচে আপনি যে সারটুকু ছেপে আমাদের পাঠিয়ে দেন তা অনবদ্যজলটুকু বাদ দিয়ে দুধটুকু তুলে নেবার ক্ষমতা হাঁসের আছে বলে শুনেছি,রামকৃষ্ণ তাই পরমহংস বলে কথিত,আপনার কাজ তথ্যহংসের মতোতথ্যের সরটুকু আমাদের হাতে তুলে দিতে গিয়ে আপনার সময় তো আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ছেই,আপনার চোখ দুটো ত্রাহি রব ছাড়ছেঅনুরোধ সব একা করতে যাবেন নাআপনি একা যে দায় নিয়েছেন তা বাংলা আকাদেমির মতো বড় প্রতিষ্ঠানের করণীয়বাংলা আকাদেমির উচিত এ দায় বহন করা,অন্তত আর্থিক দায় তো নেওয়াই উচিত__ মনোজকুমার দ. গিরিশ, কোলকাতা
১০ম সংখ্যা ইয়ারবুক বার্তার জন্য ধন্যবাদমতামত বিভাগে যে বিষয়টি নিয়ে অভিমত আহ্বান করেছেন,তার সঙ্গে সহমত পোষণ করছিআসলে,কেউই নতুন কোনো বিষয়ে লিখতে বা চিন্তা করতে আগ্রহী নয়যখনই বিশেষ সংখ্যার জন্য লেখা আহ্বান করেছি বা বিভিন্নজনকে অনুরোধ করেছি, খুবই হতাশ হতে হয়েছেনতুন কোনো বিষয়ে লেখার জন্য যে পরিশ্রম,তা অনেকেই করতে চান না,যার ফলশ্রুতি চিন্তার রক্তাল্পতা ক্রমিক বেড়েই চলেছেতবে,অভিজ্ঞতায় দেখেছি,নতুন কিছু উপস্থাপনা করলে পাঠক তা গ্রহণ করেন__অসিতকৃষ্ণ দে, সম্পাদক,অতিথি,কোলকাতা
নানা কারণে প্রাপ্তি স্বীকারে বিলম্ব হলঅন্যতম কারণ,এ রাজ্যের নিরন্তর অশান্তি,যা স্পর্শকাতর ব্যক্তিমানুষকে স্থবির করে দেয়;সে স্থিরতার দাবি করে, শান্তির প্রত্যাশায় থেকে তার কলমের দীনতা ঘোচে নাআপনি যে কাজটি করছেন,তা হল সংস্কৃতির হাওয়াটিকে সর্বসময়ের জন্য জোরালো রেখে দেওয়া সংস্কৃতি ভিন্ন আমাদের মুক্তির সম্ভাবনা নেইবাংলার মিডিয়া রাজনীতি সিনেমা অপকর্ম ভিন্ন কিছু বোঝে নাএ এক দুর্লক্ষণ!__শঙ্করনাথ চক্রবর্তী, কোলকাতা
ইয়ারবুক বার্তা(অক্টোবর ২০০৭)পেয়েছিআপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে যে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগে শারদ পত্রপত্রিকাগুলির প্রচার কমছে কিনা অর্থাৎ পাঠকেরা সাহিত্য জগৎ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিনাআশির দশকে আমাদের তরুণ বয়সে কোনও পত্রিকার শারদ সঙ্কলন পড়বার জন্য হামলে পড়তুমএখনকার তরুণদের হাতে সবসময়ে দেখি চাকুরির
সাহিত্যের ইয়ারবুক সরাসরি পেতে হলে ৯৪৩৩১-১১৫৪৬ নম্বরে যোগাযোগ করুন
পৃঃ-৭
পত্রপত্রিকাবুকস্টলে কোনও তরুণতরুণীকে দাঁড়িয়ে নিমগ্নভাবে পড়তে দেখি না সাহিত্যসংক্রান্ত পত্রপত্রিকা__তুষার ভট্টাচার্য,বহরমপুর
কোলকাতা থেকে প্রকাশিত পত্রপত্রিকায় কোলকাতার আধিক্য থাকে,মফস্সল সেখানে গৌণজাহিরুল হাসান সম্পাদিত ইয়ারবুক বার্তা তার ব্যতিক্রমইয়ারবুক বার্তা গ্রাম-গঞ্জের সাহিত্যসেবীদের চিন্তকদের কাছাকাছি এনে দিয়েছে__ মনোজ ঘোষ, নলহাটি,বীরভূম
সাহিত্য সংস্কৃতির আনাচে-কানাচে ঘুরে বেড়িয়ে এবং বড় ছোট কাগজ থেকে তথ্য সংগ্রহ কম পরিশ্রমের কাজ নয়সবই রেকর্ড হয়ে থাকছে বাংলা ভাষাভাষীরা আপনাকে মনে রাখবে__নির্মল হালদার,পুরুলিয়া
পত্রিকা পেয়ে অনেক কিছু সংবাদ পড়ে আপনার মক্ষিকা দৃষ্টির প্রশংসা করছি বাংলার আনাচে-কানাচে সারস্বত এবং সাংস্কৃতিক অঞ্চলে আপনার ব্যাপ্ত দৃষ্টিপাতকেই বলি মক্ষিকা দৃষ্টি__অসিত দত্ত,শ্রীরামপুর,হুগলি
বিরাট যোগাযোগ সূত্রএ সূত্র ধরে অনেকের অনেকের সাথে পরিচয় হবে, যোগাযোগ হবেএই মহৎ কাজের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি__ শিবব্রত দেওয়ানজী,ভিলাই,ছত্তিশগড়
আপনার এই অভিনব প্রচেষ্টায় আমি আপ্লুতপ্রাপ্তিহীন এই সাহিত্যসেবা সাম্প্রতিক সময়ে বিরল নজিরতথ্য সংগ্রহে আপনাকে যে সময় খরচ করতে হয়, তাও সাহিত্য সেবার এক অভাবনীয় দৃষ্টান্ত__কানাই কুণ্ডু, কোলকাতা
অপরের বোঝা নিজের ঘাড়ে নিয়ে চলার এমন কাজকেই হয়ত যথা-অর্থে বলা চলে__’পরহিতব্রত‘এই মহৎ ব্রতোৎযাপনে তুমি সফলকাম হও মনেপ্রাণে এই কামনা__অসীমকৃষ্ণ দত্ত,আসানসোল
পাতিরাম থেকে ’সাহিত্যের ইয়ারবুক‘ ৮০ টাকা দিয়ে কিনে এনেছিবইটির পাতা যত উলটেছি ততই বিস্ময়ে অভিভূত হয়েছি৯৬পৃষ্ঠায় এসে গল্প বিভাগে নিজের নামটা দেখে একটু অবাক হলাম,এই অখ্যাত লেখকের ’বেলা-অবেলার‘ সন্ধান পেলেন কী করে?__মুকুল মাইতি,শ্রীরামপুর,হুগলি
’সাহিত্যের ইয়ারবুক ২০০৭‘ কিনেছি__অন্যদের কিনতে বলেছি,তাঁরা কিনেছেনবুঝতেই পারছেন,আপনার এই বই আমাকে কতখানি উপকৃত ও অভিভূত করেছেএই ধরনের কাজ একটি সাহিত্য সংস্থা দ্বারাই সম্ভব__প্রায় এককভাবে সেই কাজ আপনি করছেন নিষ্ঠাভরেআপনার পরিকল্পনা, বিষয় নির্বাচন, তথ্য বিন্যাস ও নিরপেক্ষতা গ্রন্থখানির প্রয়োজনীয়তা ও সংরক্ষণ-যোগ্যতাকে বহুগুণিত করেছে__প্রবীরকুমার দেবনাথ,বোলপুর,বীরভূম
আমাদের বহির্বঙ্গের উৎসব দারুণ সফল হয়েছেএই সাফল্যের কৃতিত্বের কিছুভাগ ইয়ারবুক-এর প্রাপ্যআপনাদের এই প্রকাশনা আমাদের সর্বভারতীয় সেমিনারটির প্ল্যানিং ও ফর্ম্যাটিং-এ খুব সাহায্য করেছেবাংলায় যে স্টার পারফর্মাদের সংখ্যা কম নয় এবারের উৎসব তা কিছুটা আপনাদের সাহায্যে প্রমাণ করেছেতাই সাফল্যের ভাগিদার আপনারাও__অরুণ চক্রবর্তী, নতুন দিল্লি(ই-মেল)
আজকাল বাংলা গল্প-উপন্যাসে ও সাহিত্যে যৌনতার প্রাধান্য দেখা দিয়েছে প্রবলভাবে এবং তার অধিকাংশ মহিলা লেখিকাদের কলম থেকে নিঃসৃত হচ্ছে এটা নিয়ে পরবর্তী সংখ্যায় আলোচনার বিষয় করা যায় কি?__জ্যোতির্ময় দাশ, হাওড়া
মুম্বইয়ের কবি সম্মেলন ও গোয়া হয়ে ৬ নভেম্বর ফিরেছিমুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের কবিসম্মেলন ও আলোচনায় ছিলেন গুজরাতি ভাষার বিশিষ্ট কবি ও ডাক্তার দিলীপ জাভেরি,মেনকা শিবদাসানি,দীনেশ কালে(মুম্বই বিশ্ববিদ্যালয়),ড. উর্বশী পাণ্ডয়া,প্রভাতকুমার মুখোপাধ্যায়,মন্দিরা পাল ও স্থানীয় ভাষার কবিরাদেবী রায়ের কবিতা পাঠের পর বিস্তারিত তথ্যবহুল আলোচনা করেছিলেন তরুণতম কবি অলক বন্দ্যোপাধ্যায় তাঁর সাবলীল ইংরেজি ভাষায় তারপর পানাহারের এলাহি বন্দোবস্ত ছিল__দেবী রায়,হাওড়া
একাদশ কল্যাণী বইমেলা ‘০৭-এর(৭-১৬ ডিসেম্বর)উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়লিটল ম্যাগাজিনের স্টলে পত্রিকার সম্ভার নিয়ে এসেছিল এবং মুশায়েরা, মল্লার(শিলিগুড়ি), দ্যোতনা(জলপাইগুড়ি), শহর (ধানবাদ),আদম, এবং ইত্যাদি, সৃষ্টিসন্ধান ডট্ কম, দাহপত্রলিটল ম্যাগাজিন সংরক্ষণ কেন্দ্র(কাঁচরাপাড়া) আয়োজন করেছিল লিটল ম্যাগাজিন প্রদর্শনী,সঙ্গে ছিল আড্ডার আয়োজনকবি বিনয় মজুমদার পুরস্কারে ভূষিত হলেন উত্তরবঙ্গের দ্যোতনা পত্রিকার সম্পাদক গৌতম গুহরায় এবং মেঘালয়ের মিলন পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ নন্দী__রিংকু শর্মা,কাঁচরাপাড়া
সাহিত্যের ইয়ারবুক এবং ইয়ারবুক বার্তা সম্পর্কে পত্র-পত্রিকায় উল্লেখ
সাহিত্য-সেতু(১৬ সেপ্টেম্বর ২০০৭):জাহিরুল হাসান একক প্রচেষ্টায় প্রতি তিনমাস অন্তর সাহিত্যের নানা খবর একসাথে করে আমাদের পরিবেশন করে চলেছেনআমাদের সকলের উচিত তাঁকে সহযোগিতা করা__ব্রহ্মগুপ্ত
পূর্বোত্তর(২১ সেপ্টেম্বর ২০০৭):ইয়ারবুক বার্তা সাহিত্যজগতে একটি দিক নির্দেশক পত্রিকাবাংলাভাষার মূল্যবান দলিলএকটি বর্তমান উপযোগী কাজসাহসী পদক্ষেপের জন্যে ইয়ারবুক বার্তার সম্পাদককে ধন্যবাদ
আজকাল(২৯ অক্টোবর ২০০৭):ইয়ারবুক বার্তা সাহিত্যের তিন মাসের হালচাল নিয়ে,একেবারে বিনামূল্যেসাহিত্যের খবর তো আছেই, সঙ্গে প্রয়াণপঞ্জি,সভা-অনুষ্ঠান,মেলা-উৎসব-প্রদর্শনী,পুরস্কার ও সম্মাননা,নতুন বই,পত্রিকার বিশেষ সংখ্যা,প্রশংসিত বই,সাহিত্য-উক্তিসহ আরও নানান তথ্যরিঙ্কু শর্মার অলঙ্করণ আক্ষরিক অর্থেই ইয়ারবুক বার্তার অলঙ্কার
বাংলা বই(নভেম্বর ২০০৭):বন্ধুবর জাহিরুল হাসান বছর বছর নিয়মিত সাহিত্যের ইয়ারবুক বার করেনএরকম একটি মূল্যবান কাজ পেয়ে আমরা সমৃদ্ধ ও কৃতজ্ঞ হইঅবাকও হই এই ভেবে যে,কীভাবে জাহিরুল এর জন্য একটি ব্যাপক নেটওয়ার্ক তৈরি করেছেন,সকলের অলক্ষ্যে এবং কী অপরিসীম নিষ্ঠা নিয়ে কাজটি করে চলেছেন এই সাহিত্যের ইয়ারবুক-এরই একটি করে ত্রৈমাসিক পত্রাভাস(বুলেটিন)প্রকাশ করেন জাহিরুল হাসান ইয়ারবুক বার্তা নামে,সেটিও যথারীতি নানা সংবাদে ভরতিবিশেষ করে ক্ষুদ্র পত্রিকার জন্য তিনি একটি প্রশস্ত অলিন্দ খুলে রেখেছেন,যাতে দূর দূরান্তের কখনও গর্বিত কখনও ক্ষুব্ধ কণ্ঠস্বর এসে পৌঁছায়আর কেউ(তার মধ্যে আমরাও আছি) জাহিরুলের মতো এমন সুন্দর ও সুমুদ্রিত পত্রাভাষ বার করতে পারি না সাহিত্যের ইয়ারবুক ও ইয়ারবুক বার্তা-র জন্য আমরা গর্বিত__পবিত্র সরকার
কবিসম্মেলন(নভেম্বর-ডিসেম্বর ২০০৭):এই পত্রিকার সম্পাদক কবিতা ইন্টারনেট শিরোনামে আমাদের কাগজে নিয়মিত লেখেনএ কথা বলার উদ্দেশ্য হল,এই লেখক-সম্পাদক প্রকৃত অর্থেই কবিতা-অন্ত প্রাণকবিতা ও পত্র-পত্রিকা নিয়ে সর্বদাই তিনি নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করেনআলোচ্য ত্রৈমাসিক পত্রিকাটিতে গত তিন মাসে অনুষ্ঠিত নানাধরনের সাহিত্যের খবর থাকে এবং তাতে সম্পাদকের পরিশ্রম ও আন্তরিকতার ছাপ স্পষ্ট__প্রমথেশ চক্রবর্তী
(আজকাল,দৈনিক স্টেটসম্যান এবং সংবাদ প্রতিদিন সাহিত্যের ইয়ারবুক সম্পর্কে আমাদের পাঠানো চিঠি গুরুত্বের সঙ্গে ছেপেছেএছাড়া নবমানব এবং প্রিয় ভাষাপ্রকাশ পত্রিকা স্বতঃপ্রণোদিত হয়ে সৌজন্য-সম্প্রচার করেছে সাহিত্যের ইয়ারবুক সম্পর্কেএঁদের সকলের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ)
চশমা বা কলমের মতো সাহিত্যের ইয়ারবুকও এখন হয়ে উঠেছে সাহিত্যপ্রেমীদের সর্বক্ষণের সঙ্গী
পৃঃ-৮
প্রাপ্তিস্বীকার
পত্রিকা :অগ্নিশিখা(সম্পাদক শেখ রওশন আলি);অনুপত্রী(সম্পাদক অনিমেষ চট্টোপাধ্যায়);অতএব(সম্পাদক ননীগোপাল শিকদার);অতিথি(সম্পাদক অসিতকৃষ্ণ দে);অনুলাপ(সম্পাদক সাধন পাল);অন্বেষা সাহিত্য(সম্পাদক আশোক মজুমদার);অভিজ্ঞান(সম্পাদক অসিত দত্ত প্রমুখ);অভিযান ২০ দিনে(সম্পাদক কুশলকুমার বাগচী ;অমলকান্তি(সম্পাদক শান্তনু বন্দ্যোপাধ্যায়);আজকের শিলং(সম্পাদক দুলন চৌধুরী);আনন্দ সংবাদ(সম্পাদক সিদ্ধার্থ ব্যানার্জি);আলোর পাখি(সম্পাদক তপনকুমার রায়);ইলোরা(সম্পাদক মলয় ঘোষ);উজান(সম্পাদক সুব্রত নিয়োগী ও সত্যব্রত সান্যাল);উতল হাওয়া (সম্পাদক উল্লাস চট্টোপাধ্যায়);উত্তর শিলালিপি(সম্পাদক অরুনাভ রাহারায়);উন্মুখ(সম্পাদক নীলাঞ্জন কুমার);একজোট(সম্পাদক জ্যোতি ঘোষ ও ঝর্না ঘোষ);একমুঠো আশা(সম্পাদক আবীর তরফদার);একুশ শতাব্দী (সম্পাদক সাগর বিশ্বাস);এবং কি কে ও কেন(কার্যনির্বাহী সম্পাদক প্রকাশ দাস বিশ্বাস);এবং বাউল(সম্পাদক স্বপন বসু);কবিতা পাক্ষিক(সম্পাদক প্রভাত চৌধুরী);কবিতা সীমান্ত(সম্পাদক দীপেন রায় ও সনৎ বন্দ্যোপাধ্যায়); কবিসম্মেলন(সম্পাদক শ্যামলকান্তি দাশ);কাগজকুচি(সম্পাদক আদিত্য মুখোপাধ্যায়);কানাকড়ি(সম্পাদক বিশাল ভদ্র);খনন(সম্পাদক সুকুমার চৌধুরী); গঙ্গারিডি গবেষণাকেন্দ্র মাসিক পত্রিকা(সম্পাদক নরোত্তম হালদার);গৌড় মালদা সংবাদ(সম্পাদক অভিজিৎ চৌধুরি);গৌড়জন(সম্পাদক অর্ধেন্দু চক্রবর্তী ও রাণা চট্টোপাধ্যায়);চিরঞ্জীব(সম্পাদক দেবাশিস ভট্টাচার্য);চেতনা(সম্পাদক চপল বিশ্বাস);ছোটর দাবি(সম্পাদক অশ্রুরঞ্জন চক্রবর্তী);জাগরণ(সম্পাদক সুশীল দত্ত);জাগরী(সম্পাদক অপূর্বকুমার সাহা);ঝড়(সম্পাদক রবীন বিশ্বাস); ঝোড়ো হাওয়া(সম্পাদক অমল কর);তথ্যসাহিত্য(সম্পাদক সৌমিত্র রায়); দিগন্ত বলয়(সম্পাদক বরুণ দাস);দিল্লি হাটার্স(সম্পাদক দিলীপ ফৌজদার); দীপ্রকলম(সম্পাদক আচার্যপ্রবর);দৃশ্যমুখ(সম্পাদক উত্তম চৌধুরী);দৃশ্যান্তর (সম্পাদক প্রবীরকুমার দেবনাথ);দৌড়(সম্পাদক দীপিকা বিশ্বাস ও মধুমঙ্গল বিশ্বাস);ধানসিড়ি(সম্পাদক দীপক কর);নতুন আলো(সম্পাদক মোশারফ হোসেন);নতুন গতি(সম্পাদক এমদাদুল হক নূর);নবমানব(সম্পাদক এনামুল কবির);নূতন দিগন্ত(সম্পাদক প্রিয়নারায়ণ রায়);নোনাই(সম্পাদক রবীন্দ্রনাথ সিন্হা);পত্রী(সম্পাদক মানবেন্দ্র মুখোপাধ্যায়);পরিশীলন(সম্পাদক রীণা গিরি);পাহাড় থেকে সাগর(সম্পাদক চিত্তরঞ্জন দেবভূতি);পূর্বোত্তর (সম্পাদক রণজিৎ দেব);প্রদর্শিকা(সম্পাদক নবিউল ইসলাম);প্রমাণ(সম্পাদক বিজনকুমার পল্যে);প্রিয় ভাষাপ্রকাশ(সম্পাদক মনোজ বন্দ্যোপাধ্যায়);প্রিয়পত্র (সম্পাদক বিকাশ ভট্টাচার্য);প্রো রে নাটা(সম্পাদক গৌতমকুমার দে);বঙ্গীয় কৃষ্টিধ্বনি(সম্পাদক নীহাররঞ্জন সেনগুপ্ত);বহুমত(সম্পাদক বরুণ দাস);বাংলা বই(সম্পাদক দেবেশ রায় ও পবিত্র সরকার);বাক্প্রতিমা(সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস);বিন্দুবিসর্গ(কার্যনির্বাহী সম্পাদক সাগর মুখোপাধ্যায়);বিবেক প্রকাশ (সম্পাদক মঞ্জু কুণ্ডু);বুলবুল(সম্পাদক এস এম সিরাজুল ইসলাম);মধ্যবলয় (সম্পাদক শিবব্রত দেওয়ানজী);মহাপৃথিবী(সম্পাদক শম্ভু রক্ষিত);মিষ্টিমুখ
(ছড়াকার্ড,সম্পাদক পীতম ভট্টাচার্য);মুখপত্র(সম্পাদক অমলেন্দু দত্ত);যোগসূত্র (সম্পাদক অপূর্ব কর);রবিরশ্মি অণুপত্র(সম্পাদক মনোজ ঘোষ);লিটল ম্যাগাজিন সংবাদ(সম্পাদক নবকুমার শীল);লেখকমন(সম্পাদক মানিক মাঝি); শব্দশৈলী(সম্পাদক বিকাশ বসু);শরৎশশী(সম্পাদক অরূপ দাস);শৈলী (সম্পাদক অমলেন্দু চক্রবর্তী);সত্যের জন জাগরণ(সম্পাদক সন্দীপ আতর্থী); সন্নিকর্ষ(সম্পাদক জয়ন্তনাথ সরকার প্রমুখ);সময়(সম্পাদক উৎপলকুমার গুপ্ত);সমাচার সাতদিন(সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস);সমিধ(সম্পাদক সমরেন্দ্র রায়);সম্প্রীতি(সম্পাদক জীবনময় দত্ত);সহজাত(সম্পাদক গোপালচন্দ্র বসাক);সাংস্কৃতিক সমসময়(সম্পাদক অশোক চট্টোপাধ্যায়);সানন্দবার্তা (সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য);সাপ্তাহিক কলম(সম্পাদক আহমদ হাসান); সাহিত্য উৎসব(সম্পাদক বিপ্লব মজুমদার);সাহিত্য বিবর্তন(সম্পাদক বিপুল আচার্য);সাহিত্য মঙ্গল(সম্পাদক ঝুনু দাস);সাহিত্য-সাগর(সম্পাদক প্রদীপকুমার চৌধুরী);সাহিত্য-সেতু(সম্পাদক জগবন্ধু কুণ্ডু);সুতপা(সম্পাদক রাজকুমার সরকার);সুন্দর(সম্পাদক অজয় নাগ);সুস্বন(সম্পাদক পঙ্কজকুমার মণ্ডল ও কিশোর তেওয়ারী);সেই সন্দীপন(সম্পাদক কাশীনাথ ঘোষ);স্বদেশ(সম্পাদক মাশুক আহমদ);হুগলি জেলা কবিতা আকাদেমি(সম্পাদকমণ্ডলীর সভাপতি শৈলেনকুমার দত্ত);হুগলি সংবাদ(সম্পাদক শ্যামলকুমার সিংহ);Poetry Today (Editor Pradipkumar Chaudhuri);Sahitya Akademi Bi-monthly Newsletter (Editor A J Thomas)
বই :আত্মজা পাখি(ছড়া, কেশবরঞ্জন);আত্মহত্যার শেষ সময়ে(কবিতা, গৌতম পাত্র);আমি কেরর না অসুর(কবিতা, শম্ভু রক্ষিত);আসানসোল শিল্পভূমি:নট নাটক নাট্যচর্চা(সংকলন, মুখ্য সম্পাদক অসীমকৃষ্ণ দ্তত);ওসান ভিউ থেকে(কবিতা, উত্তম চৌধুরী);কবিতামৃত(কবিতা ইংরেজি অনুবাদসহ, মলয় ঘোষ);কান্দি বীক্ষণ(আঞ্চলিক বৃত্তান্ত,অপেরশ চট্টোপাধ্যায়);ক্যান্সার ও লাইফ স্টাইল(স্বাস্থ্য,আশিস মুখোপাধ্যায়);ঘরে ফিরে যাবো(কবিতা, অসীম আচার্য);ঘুরে দাঁড়াও(কবিতা, দিব্যন্দু ভট্টাচার্য);ছড়ানো যুদ্ধের সংলাপ(কবিতা, দিলীপ ফৌজদার);ছায়ার জীবন(কবিতা, সাগর মুখোপাধ্যায়);জংশন স্টেশনে দাঁড়িয়ে(কবিতা, কেশবরঞ্জন);জ্যোৎস্নাগীটার(কবিতা, সুবীর সরকার); টেলিভিশনের বিজ্ঞান:ব্যবহার ও টেলি-সাংবাদিকতা(টেলি-সাংবাদিকতা, সলিল দাশগুপ্ত);ধর্মের নামে বজ্জাতি(প্রবন্ধ, প্রশান্ত মানিক);নতি-প্রণতি (কবিতা, কৌশিক দাশগুপ্ত);পথের পাঁচালী:স্মৃতির এলবাম ও অন্যান্য রচনা (প্রবন্ধ, বাঁধন সেনগুপ্ত);পরিবেশ ভাবনা অন্য চোখে(পরিবেশ, মলয় মুখোপাধ্যায়); পৃথিবীর একটি ছোট্ট গ্রাম:নন্দীগ্রাম(সংকলন, সংক. ফেরদৌসী বেগম); বড়মসজিদের ইমাম(ছোটোগল্প, মহম্মদ সফিকুল ইসলাম);বিজ্ঞাপিত দেয়ালগুলি(কবিতা, উত্তম চৌধুরী);বিভাজিত সময়(কবিতা, আশিস গিরি); মনখারাপগুলি(কবিতা, সজল দে);মাকুমানুষ(কবিতা, দিলীপ ফৌজদার);যারা আছে অহরহ(কবিতা, ঠাকুরদাস চট্টোপাধ্যায়);শঙ্করনাথ চক্রবর্তী:সঙ্গ-নিঃসঙ্গতার বার্তা বিনিময়(সংকলন, সম্পাদক দেবাশিস চক্রবর্তী);সমাজ সাহিত্য সংস্কৃতি(প্রবন্ধ, অনুনয় চট্টোপাধ্যায়);সাইরেন সাইরেন(কবিতা, অজয় নাগ); স্মৃতি(কবিতা, দিব্যেন্দু ভট্টাচার্য);হাওয়া মোরগের নির্বেদ সংলাপ(কবিতা, শান্তনু গুপ্ত);হৃদয় নিয়ে জেরবার(কবিতা, দেবী রায়);Bubbles(Limerick, Ananya Das);Lingering Twilight(Poetry, Ananya Das);
(৭ডিসেম্বর পর্যন্ত পাওয়া বই এবং পত্র-পত্রিকার প্রাপ্তিস্বীকার করা হয়েছে)
ইয়ারবুক বার্তা
সংকলন ও সম্পাদনা : জাহিরুল হাসান
’সাহিত্যের ইয়ারবুক‘-এর সহযোগী প্রকাশনা
বিক্রির জন্য নয়
যোগাযোগের ঠিকানা :
৮/৫, মোমিনপুর রোড, কোলকাতা ৭০০-০২৩
২৪৪৯-৫৩৯২/৯৮৩০৪-৬৩৬৮৬
ই-মেল : zahirul.hasan@gmail.com
পূর্বার পক্ষে বিশ্বনাথ ভট্টাচার্য কর্তৃক ৯০ বেচু চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৯ থেকে প্রকাশিত ও প্রিন্ট লাইন, ৯০ সীতারাম ঘোষ স্ট্রিট, কোলকাতা ৯ থেকে মুদ্রিত অক্ষর বিন্যাস সম্পাদকের করা
ইন্টারনেট সংস্করণের নিবেদন :
ইয়ারবুক বার্তা
অন লাইন করার কালে কিছু শব্দে পঃবঙ্গ বাংলা আকাদেমির বানান অনুসারে পরিবর্তন করা হয়েছে
হরফ যোজনা:মনোজকুমার দ. গিরিশ ইমেল: manojkumardgirish@yahoo.com
হরফ যোজনায় ভুলত্রুটির দায় হরফ যোজনাকারীর
==============
No comments:
Post a Comment