Monday, August 18, 2008

পতাকা উলটো তোলা:


বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤

উন্নত বাংলা ফন্ট"অহনলিপি-বাংলা১৪"

https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

==========================

পতাকা 

১৫ আগস্ট স্বাধীনতা দিবসে, বা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের জাতীয় পতাকা অনেক সময় উলটো করে তোলা হয়৤ মাঝে মাঝেই কাগজে এমন খবর দেখি৤ এটা গর্হিত অপরাধ৤ কিন্তু এমন কেন ঘটে তা দেখা দরকার৤ কেউ ইচ্ছে করে জাতীয় পতাকা উলটো করে তোলে না, তোলে ভুল করে৤ কেন বারে বারে এই ভুল হয়? তার করাণ জাতীয় পতাকার উপরের গেরুয়া রং, এবং নিচের সবুজ রং, এর কোন্‌টা যে উপরে থাকবে তা অশিক্ষিত মানুষ জানেন না, অল্প শিক্ষিত মানুষের কাছেও ব্যাপারটা স্পষ্ট নয়, অনেক শিক্ষিত লোকই পতাকার ঠিক দিকটি বলতে হিমসিম খেয়ে যাবেন৤
জাতীয় পতাকার ব্যাপারে এমন এক ভুলের সম্ভবনা রহিত করার জন্য পতাকার দণ্ডের দিকে যদি জাতীয় প্রগতির চিহ্নবাহী একটি ঊর্ধ্বমুখী তির চিহ্ন রাখা যায় তবে কখনওই পতাকা ভুল ভাবে তোলা হবে না৤

==============







No comments: