Monday, August 18, 2008

ইয়ারবুক বার্তা, সংখ্যা-১৪, জুলাই-২০০৮


বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤

উন্নত বাংলা ফন্ট
"অহনলিপি-বাংলা১৪"
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

==========================

ইয়ারবুক বার্তা, সংখ্যা-১৪, জুলাই-২০০৮










ইয়ারবুক বার্তা
পৃঃ-১
সংখ্যা ১৪ ‘সাহিত্যের তিন মাসের হালচাল’ জুলাই ২০০৮






লেখা বড় করে দেখতে চাইলে নীচে ডান দিকে +১০০% লেখার উপরে ক্লিক করুন৤ প্রথমে তা হবে +১২৫%, পরের বারে ক্লিক করলে হবে +১৫০%, তৃতীয়বার ক্লিক করলে এটা আবার ফের +১০০% হয়ে যাবে৤ এর পাশের ছোট ত্রিভুজ চিহ্নে ক্লিক করে এটা অন্য মাপেও বড় কিংবা ছোটও করা যায়৤ তবে যতি চিহ্নাদি সে সময়ে এলোমেলো দেখায়৤ সুবিধা এই যে লেখা আড়ালে চলে যায় না৤


’শাশুরী মার মায়ের মতোন‘
৔ ইয়ারবুককে চালিয়ে নিয়ে যাচ্ছেন এর পাঠকেরাই৤ঠিক কথা,সম্পাদনা বা প্রকাশনার দায়িত্বে আছেন কেউ কেউ কিন্তু তাঁরা কি শুরুতে ভেবেছিলেন ইয়ারবুক বা ইয়ারবুক বার্তা এই চেহারা এবং এই চরিত্র নেবে?এবারের সংখ্যায় একটি নতুন বিভাগ যোগ করা হল একজনের পত্রাঘাতে৤সেই চিঠিও আছে এখানে৤বিশেষ সংখ্যার উল্লেখ করি আমরা, কিন্তু সাধারণ সংখ্যাগুলি অনুল্লেখিত থেকে যায়৤তাই এবার থেকে এ ধরনের দশটি গুরুত্বপূর্ণ লেখার তালিকা ছাপা হবে৤যেহেতু সেখানে বিগত তিন মাসের লেখাই শুধু থাকবে, তাই পত্রিকাগুলি সময়মতো হাতে এলে আমাদের নির্বাচনে সুবিধা হয়৤
সঠিক তথ্য দেবার আপ্রাণ চেষ্টা করি, তবু কিছু-কিছু ভুল থেকে যায়৤পাঠকদের চিঠি বা ফোনে সেটা জানতে পারি৤ কাজের চাপে কিছু ভুল আমাদের দোষেও হয়৤আবার অনেক সময় দ্বিতীয় সূত্র থেকে সংবাদ আহরণ করতে গিয়ে, সেখানে ভুল থাকলে ইয়ারবুকেও সংক্রামিত হয়৤২৭মে ছিল কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যের জন্মজয়ন্তী৤অনুষ্ঠানস্থল একটি সংবাদপত্রে লেখা হয়েছে সিআইটি বিল্ডিং, ক্রিস্টোফার রোড৤বাকিগুলিতে কোথাও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর,কোথাওবা জীবনানন্দ সভাঘর৤যেহেতু একাধিক সংবাদপত্রে জীবনানন্দ সভাঘর ছিল,তাই সম্ভাব্যতার নিরিখে শেষেরটিই বেছে নিয়েছি৤কিন্তু এমন বিভ্রান্তি হত না যদি আয়োজক সংস্থা একটি আমন্ত্রণপত্র দৈনিকগুলির সঙ্গে ইয়ারবুকেও পাঠাতেন৤তাই আমরা বারবার আবেদন করি, ইয়ারবুককে ত্রুটিহীন হতে সাহায্য করুন আপনাদের বইপত্র-অনুষ্ঠানের খবর সরাসরি পাঠিয়ে৤ যে-পত্রিকা বাঙালির গর্ব, যেখানে লেখা ছাপা হলে বহু কবি-লেখক মনে করেন জাতে উঠলাম,সেই কাগজের ১৭ মে সংখ্যায় সূচিপত্রের ঠিক পিছনে বড়ো বড়ো হরফে শিরোনাম-সর্বস্ব একটি পাতাজোড়া সচিত্র বিজ্ঞাপন নজরে এল যার ভাষা ও বানান দৃষ্টিকটু,’শাশুরী অমার মায়ের মতোন‘৤বিজ্ঞাপনদাতা টাকা দেন বলেই কি যেমন খুশি বিজ্ঞাপন ছাপতে হবে৤ ভুল ধরিয়ে দিলে কি তাঁরা সংশোধনে রাজি হতেন না!আর এমন হবেই বা কেন?বিজ্ঞাপন সংস্থায় কি কোনো বাংলা-জানা কর্মচারী নেই?বাংলায় এমএ পাস কত ছেলে-মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছেন৤তাঁদের কি বাংলায় কপি লেখার দায়িত্ব দেওয়া যায় না?
ভুল নিয়ে বেশি মাথা ঘামালে মন খারাপ হয়ে যায়৤গত সংখ্যায় কিছু ব্যতীক্রমী এবং অবশ্যই প্রশংসনীয় উদ্যোগের কথা লিখেছিলাম৤এরকম আরও কিছু দৃষ্টান্ত আমরা পেয়েছি৤ঘটনাগুলি প্রতিবেশী রাজ্য অসম এবং ওড়িশার, যাঁদের প্রতি আমরা বরাবরই কিছুটা উন্নাসিক৤অসম সাহিত্য সভা থেকে সম্প্রতি বেরিয়েছে বিশ্বকোষের সপ্তম খণ্ড,যাতে বাংলা হাংরি আন্দোলনের কথাও আছে৤বাংলায় যে বিশ্বকোষগুলি ছিল সেগুলির নতুন কোনও সংস্করণ বেরয়নি অনেকদিন৤এ বিষয়ে বিশ্বকোষ পরিষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার সকলেরই৤ওড়িশার লেখিকা সরোজিনী সাহু বইমেলায় এসে ইয়ারবুক দেখেছিলেন৤পরে ই-মেল মারফত আমাদের সঙ্গে যোগাযোগ করেন৤ ইন্টারনেটে তাঁর একটি নিজস্ব ওয়েবসাইট এবং ব্লগ আছে৤জানি না বাংলার কোনো লেখকের এরকম ব্লগ আছে কিনা,থাকলে নিজের মতামত তুলে ধরা যায় অনেকের সামনে৤

নিবেদন: বাংলায় ইংরেজির মত স্পেল চেক ব্যবস্থা নেই, যাতে কম্পিউটারে লেখার সময়েই বানানে ভুল বা ব্যাকরণে ভুল থাকলে লেখার তলায় লাল/সবুজ দাগ পড়ে৤ এখন যেহেতু বাংলাতেও ইউনিকোড ফন্ট তৈরি হয়েছে, আশা করছি কোনও কম্পিউটার প্রযুক্তিবিদ বানান শোধন-ব্যবস্থা এবার বাংলাতেও তৈরি করতে পারবেন৤__ ইন্টারনেট সংস্করণের হরফ যোজনাকারী৤

মন্তব্য:বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ পরিকল্পিত ও সংকলিত বাংলায় ’জাতীয় অভিধান‘ প্রথম খণ্ড বের হয়েছে ১৯৯৬-তে, বারো বছর আগে৤এমন বিশিষ্ট অভিধান বিশ্বের কোনও ভাষায় আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না৤ বলা হয়েছে ’প্রাচ্য, পাশ্চাত্য, ও দেশীয় প্রায় পঞ্চাশটি ভাষার প্রতিশব্দসহ বাংলা ভাষার বৃহত্তম শব্দকোষ‘৤ এর আর কোনও খণ্ড এখন অবধি প্রকাশিত হয়নি৤ এটি ২০ খণ্ডে সমাপ্ত হবে বলা হলেও এর সূচনা খণ্ড দেখে এটি আয়তনে আরও অনেক বড় হবে বলে অনুমান৤ বিশ্বের ৫০টি ভাষার উদাহরণ সেই সেই ভাষার হরফেই দেওয়া হয়েছে, যা অভাবিত৤ এটি প্রকাশের ব্যাপারে জাতীয় উদ্যোগ নেওয়া দরকার৤ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ও সাধারণ মানুষ সকলেরই এব্যাপারে সহায়তা করা দরকার৤ এমন অমিত সম্ভাবনাময় উদ্যোগ যেন কোনও কারণেই স্তিমিত না হয়৤ এটি নামেই কেবল ’জাতীয় অভিধান‘ নয়, এটি প্রকৃতই একটি মহাজাতিক প্রয়াস, ভাষাটি তার বাংলা৤ __ইন্টারনেট সংস্করণের হরফ যোজনাকারী৤


টুকরো খবর
এপ্রিল
৫ আন্দামানের পোর্টব্লেয়ারে এএম স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ’আন্দামান নিকোবর বাংলা ভাষা-শিক্ষা-শিল্প ও সংস্কৃতি পরিষদ‘ গঠিত৤
৬ বিহার বাঙালি সমিতি আয়োজিত দুদিনের ভারতীয় বাঙলাভাষী মহাসভার প্রথম সম্মেলন পাটনার রামমোহন সেমিনারি ক্যাম্পাসে শুরু৤
১২ সৈয়দ হাসমত জালালের উদ্যোগে কোলকাতা সফররত বাংলাদেশের ঐতিহাসিক ও লেখক এ এফ সালাহউদ্দিনের সঙ্গে স্থানীয় বুদ্ধিজীবীদের বৈঠক পার্ক স্ট্রিটের নতুন আলো পত্রিকার দপ্তরে৤
২৮ নবপর্যায়ে জাগরী পত্রিকার সাহিত্য সভা শুরু শ্রীঅরবিন্দ ভবনে৤

ইয়ারবুক অলংকার







শিল্পী: অনির্বাণ পাল

’সাহিত্যের ইয়ারবুক‘-এর পাঠক ও অনুরাগীদের জন্য মাসিক নিউজলেটার

পৃঃ-২ থেকে ৮ পর পর







উপরের ছবিটি অসম বিশ্ববিদ্যালয়ের উনিশে মে-র শহিদ বেদির












নিবেদন: কিছু কিছু ক্ষেত্রে নজর আকর্ষণের জন্য বর্ণ-রঞ্জন হরফ যোজনাকারীর করা৤

ইন্টারনেট সংস্করণের নিবেদন :
ইয়ারবুক বার্তা
অন লাইন করার কালে হরফ যোজনা:মনোজকুমার দ. গিরিশ
হরফ যোজনায় ভুলত্রুটির দায় হরফ যোজনাকারীর৤

================

No comments: