বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে
উন্নত বাংলা ফন্ট
"অহনলিপি-বাংলা১৪"
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
=========================
ইয়ারবুক বার্তা, সংখ্যা-১৩, এপ্রিল-২০০৮

ইয়ারবুক বার্তা
পৃঃ-১
সংখ্যা ১৩ ’সাহিত্যের তিন মাসের হালচাল‘ এপ্রিল২০০৮
মেলার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিক গিল্ড:
২০০৮ সাল শুরু হল বইয়ের জগতে একটা বিপর্যয়ের মধ্যে দিয়েময়দানের বইমেলা তো গেছেই,পার্কসার্কাসেও মেলা করতে দেওয়া হল না,অবশেষে গিল্ডের এতদিনের মেলা বাতিলতবে কি আমরা এখন সল্টলেকেই মেলাস্থল মেনে চলব?যদিও গিল্ড ময়দানের দাবি ছাড়েনিকিন্তু পরিবেশের দাবিও তো তুচ্ছ নয়আগে জীবন,তারপরে বই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক সমীক্ষায় যা জানা গেল তা ভয়াবহকোলকাতায় নাকি প্রতি বছর দশ হাজার মানুষ মারা যায় বায়ুদূষণের কারণেশহরে এক বিশাল সংখ্যক শিশু শ্বাসকষ্টে ভোগেবই তো চেতনা তৈরি করে,পরিবেশরক্ষার জন্য চেতনা তৈরির কাজও করতে হবে বইকেইঅতএব বইয়ের সঙ্গে পরিবেশের বিবাদ কোথায়?
মানুষের সংখ্যা দিয়ে বইমেলার গুরুত্ব বাড়ানোর চেষ্টা ছেড়ে গিল্ড বরং বই মেলার গুণগত মান বাড়ানোর কথা ভাবুকদু-একটা উদাহরণ দিইকোলকাতা বইমেলায় নামেই ফোকাল থিম,গেস্ট অফ অনার ইত্যাদি থাকেসেসব দেশ বা রাজ্য নিয়ে কতটুকু আলোচনা বা প্রদর্শনী হয় এখানে! এবার দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে গেস্ট অব অনার ছিল রাশিয়ামেলায় প্রতিদিনই ঘণ্টায় ঘণ্টায় হয়েছে রাশিয়াকেন্দ্রিক নানা অনুষ্ঠানসে-দেশের ৮০টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছিল মেলায়এই সিরিয়াসনেস কোলকাতা বইমেলায় এত বছরেও গড়ে উঠল নাযে-কারণে পল থাহ্রুর মতো বড়ো মাপের লেখক কোলকাতা এসে ঘুরে গেলেন, লাতিন আমেরিকা থেকে এলেন প্রায় আধডজন লেখক,আমেরিকার ইউসেফ কমুনইয়াকাসহ আরও বহুজন, অথচ কোলকাতার বইমেলাপ্রেমী মানুষের বিশেষ আগ্রহ দেখা গেল না তাঁদের প্রতিদু-একটি সংবাদপত্র বাদে কোথাও তাঁদের সাক্ষাৎকার বা তাঁদের সম্পর্কে লেখা চোখে পড়েনিঢাকায় বইমেলা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে সেখানকার বাংলা একাডেমী জানতে পেরেছে মেলা উপলক্ষে প্রকাশিত বইয়ের সঠিক সংখ্যা এবং সেটাও উপন্যাস প্রবন্ধ ইত্যাদিতে ভাগ করেকাজটা কঠিন নয়,কারণ একাডেমী প্রকাশকদের বাধ্য করেছে দৈনিক প্রকাশিত বইয়ের হিসেব জমা দিতেপ্রসঙ্গত,এবার সেখানে শুধু মেলা চলাকালেই প্রকাশিত হয়েছে ২,৫৭৮টি বই
অভিনন্দন জানাই ব্রিটিশ কাউন্সিলকে,ইউনেস্কোর ওয়ার্ল্ড সিটি অব লিটারেচার হিসেবে কোলকাতার স্বীকৃতি আদায়ের দাবিতে তাঁরা যে সংগঠিত উদ্যোগ নিয়েছেন, তার জন্যযে-কাজ আমাদের করার কথা ছিল, তা শুরু করল বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি সংস্থা এবং এই ব্যাপারেও আমরা যথারীতি মুখ ফিরিয়ে থেকেছিএকমাত্র গণশক্তি ছাড়া আর কোনোসংবাদপত্র এই খবর ছাপেনিতবে ইয়ারবুক জানা মাত্রই তাঁদের লিখিতভাবে যোগাযোগ করেছে অভিনন্দন আই আই পি এম-কে বাংলা সাহিত্যের কেন, ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ অর্থমূল্য ৪০ লাখ টাকার পুরস্কার চালু করার জন্য এবং সেটাও বাংলা সাহিত্যের একটি অবহেলিত দিক মুসলিম সমাজজীবনের রূপায়নের জন্য!আর- এক মহৎ কাজ সম্পন্ন করলেন মিলন দত্ত তাঁর ’চলিত ইসলামি শব্দকোষ‘ পড়ে মনে হয় বুকে জড়িয়ে বলি,’আপনি এ যুগের ভাই গিরিশচন্দ্র সেন!‘
সাহিত্যের খবর
জানুয়ারি ২০০৮
৩ লিটল ম্যাগাজিন সমন্বয়(প্রস্তুতি) মঞ্চ পরিচালিত তিন দিনের ১ম লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন প্রেসিডেন্সি কলেজ মাঠে
৬ অভিজ্ঞান স্মারক ১৩শ বার্ষিক রাজ্য ছড়া উৎসব মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মাধ্যমিক বিদ্যালয় সভাগৃহে
১০ সাহিত্যের ইয়ারবুক ২০০৮ অন্যান্য বছরের চেয়েও দ্রুত সময়ে ছাপা হয়ে পাঠকদের হাতে
১৭ বাঙালি মুসলিম সাহিত্য সমাজের সাংবাদিক সম্মেলনে মাদ্রাসায় সর্বস্তরে বাংলা মাধ্যমে শিক্ষাদানের দাবি
১৮ বাংলা ভাষাপ্রেমী চেক অধ্যাপিকা ব্লাঙ্কা নটকোভা ক্যাপকোভা বলাকা পত্রিকার আমন্ত্রণে কোলকাতায়
২২ হুগলি জেলা কবিতা আকাদেমির উদ্যোগে ’লেখক ও পত্রিকা পঞ্জি__ হুগলি জেলা‘র আনুষ্ঠানিক প্রকাশ
২৫ ’মাইকেল মধুসূদন জীবনালেখ্য‘ তথ্যচিত্রের উদ্বোধন দ্বারভাঙা হলে মাইকেল মধুসূদন অয্কাডেমির অনুষ্ঠানে
৩০ প্রেসিডেন্সি জেলের মুখ্য নিয়ামক কবি কানাইলাল জানার সম্পাদনায় কারাবাসীদের পত্রিকা ’নবার্ক‘-র পঞ্চম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ
৩১ দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স প্রদত্ত ’ডিস্টিংগুইশ্ড পাবলিশার্স অয্ওয়ার্ড‘-এ সম্মানিত দে‘জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু দে
ফেব্রুয়ারি ২০০৮
৬ ইউনেস্কো দ্বারা কোলকাতাকে সাহিত্যের শহর হিসেবে ঘোষণার দাবিতে ব্রিটিশ কাউন্সিলের প্রস্তুত করা দলিলের উদ্বোধন ওবেরয় গ্রান্ডে
৮ ধীরেন্দ্রনাথ বাস্কে ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট প্রদান
জাহিরুল হাসান
সাহিত্যের ইয়ারবুক ২০০৮
সাহিত্যের সারা বছরের বৃত্তান্ত
সঙ্গে প্রায় তিন হাজার ঠিকানা-টেলিফোন নম্বর-ইমেল ইত্যাদি
পরিবেশক: দে বুক স্টোর, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৭৩
দে‘জ পাবলিশিং, বুক ফ্রেন্ড, সবুজপত্র এবং পাতিরামের স্টলেও পাবেন
জেলার পাঠকেরা খোঁজ করুন নিকটবর্তী বইয়ের দোকানে
প্রয়োজনে প্রকাশকের সঙ্গে কথা বলতে পারেন মোবাইলে
পূর্বা ৯০ বেচু চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৯ (মো. ৯৪৩৩১-১১৫৪৬)
’সাহিত্যের ইয়ারবুক‘-এর পাঠক ও অনুরাগীদের জন্য ত্রৈমাসিক নিউজলেটার
নিবেদন: কিছু কিছু ক্ষেত্রে নজর আকর্ষণের জন্য বর্ণ-রঞ্জন হরফ যোজনাকারীর করা
পৃঃ-১
সংখ্যা ১৩ ’সাহিত্যের তিন মাসের হালচাল‘ এপ্রিল২০০৮
মেলার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিক গিল্ড:
২০০৮ সাল শুরু হল বইয়ের জগতে একটা বিপর্যয়ের মধ্যে দিয়েময়দানের বইমেলা তো গেছেই,পার্কসার্কাসেও মেলা করতে দেওয়া হল না,অবশেষে গিল্ডের এতদিনের মেলা বাতিলতবে কি আমরা এখন সল্টলেকেই মেলাস্থল মেনে চলব?যদিও গিল্ড ময়দানের দাবি ছাড়েনিকিন্তু পরিবেশের দাবিও তো তুচ্ছ নয়আগে জীবন,তারপরে বই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক সমীক্ষায় যা জানা গেল তা ভয়াবহকোলকাতায় নাকি প্রতি বছর দশ হাজার মানুষ মারা যায় বায়ুদূষণের কারণেশহরে এক বিশাল সংখ্যক শিশু শ্বাসকষ্টে ভোগেবই তো চেতনা তৈরি করে,পরিবেশরক্ষার জন্য চেতনা তৈরির কাজও করতে হবে বইকেইঅতএব বইয়ের সঙ্গে পরিবেশের বিবাদ কোথায়?
মানুষের সংখ্যা দিয়ে বইমেলার গুরুত্ব বাড়ানোর চেষ্টা ছেড়ে গিল্ড বরং বই মেলার গুণগত মান বাড়ানোর কথা ভাবুকদু-একটা উদাহরণ দিইকোলকাতা বইমেলায় নামেই ফোকাল থিম,গেস্ট অফ অনার ইত্যাদি থাকেসেসব দেশ বা রাজ্য নিয়ে কতটুকু আলোচনা বা প্রদর্শনী হয় এখানে! এবার দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে গেস্ট অব অনার ছিল রাশিয়ামেলায় প্রতিদিনই ঘণ্টায় ঘণ্টায় হয়েছে রাশিয়াকেন্দ্রিক নানা অনুষ্ঠানসে-দেশের ৮০টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছিল মেলায়এই সিরিয়াসনেস কোলকাতা বইমেলায় এত বছরেও গড়ে উঠল নাযে-কারণে পল থাহ্রুর মতো বড়ো মাপের লেখক কোলকাতা এসে ঘুরে গেলেন, লাতিন আমেরিকা থেকে এলেন প্রায় আধডজন লেখক,আমেরিকার ইউসেফ কমুনইয়াকাসহ আরও বহুজন, অথচ কোলকাতার বইমেলাপ্রেমী মানুষের বিশেষ আগ্রহ দেখা গেল না তাঁদের প্রতিদু-একটি সংবাদপত্র বাদে কোথাও তাঁদের সাক্ষাৎকার বা তাঁদের সম্পর্কে লেখা চোখে পড়েনিঢাকায় বইমেলা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে সেখানকার বাংলা একাডেমী জানতে পেরেছে মেলা উপলক্ষে প্রকাশিত বইয়ের সঠিক সংখ্যা এবং সেটাও উপন্যাস প্রবন্ধ ইত্যাদিতে ভাগ করেকাজটা কঠিন নয়,কারণ একাডেমী প্রকাশকদের বাধ্য করেছে দৈনিক প্রকাশিত বইয়ের হিসেব জমা দিতেপ্রসঙ্গত,এবার সেখানে শুধু মেলা চলাকালেই প্রকাশিত হয়েছে ২,৫৭৮টি বই
অভিনন্দন জানাই ব্রিটিশ কাউন্সিলকে,ইউনেস্কোর ওয়ার্ল্ড সিটি অব লিটারেচার হিসেবে কোলকাতার স্বীকৃতি আদায়ের দাবিতে তাঁরা যে সংগঠিত উদ্যোগ নিয়েছেন, তার জন্যযে-কাজ আমাদের করার কথা ছিল, তা শুরু করল বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি সংস্থা এবং এই ব্যাপারেও আমরা যথারীতি মুখ ফিরিয়ে থেকেছিএকমাত্র গণশক্তি ছাড়া আর কোনোসংবাদপত্র এই খবর ছাপেনিতবে ইয়ারবুক জানা মাত্রই তাঁদের লিখিতভাবে যোগাযোগ করেছে অভিনন্দন আই আই পি এম-কে বাংলা সাহিত্যের কেন, ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ অর্থমূল্য ৪০ লাখ টাকার পুরস্কার চালু করার জন্য এবং সেটাও বাংলা সাহিত্যের একটি অবহেলিত দিক মুসলিম সমাজজীবনের রূপায়নের জন্য!আর- এক মহৎ কাজ সম্পন্ন করলেন মিলন দত্ত তাঁর ’চলিত ইসলামি শব্দকোষ‘ পড়ে মনে হয় বুকে জড়িয়ে বলি,’আপনি এ যুগের ভাই গিরিশচন্দ্র সেন!‘
সাহিত্যের খবর
জানুয়ারি ২০০৮
৩ লিটল ম্যাগাজিন সমন্বয়(প্রস্তুতি) মঞ্চ পরিচালিত তিন দিনের ১ম লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন প্রেসিডেন্সি কলেজ মাঠে
৬ অভিজ্ঞান স্মারক ১৩শ বার্ষিক রাজ্য ছড়া উৎসব মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মাধ্যমিক বিদ্যালয় সভাগৃহে
১০ সাহিত্যের ইয়ারবুক ২০০৮ অন্যান্য বছরের চেয়েও দ্রুত সময়ে ছাপা হয়ে পাঠকদের হাতে
১৭ বাঙালি মুসলিম সাহিত্য সমাজের সাংবাদিক সম্মেলনে মাদ্রাসায় সর্বস্তরে বাংলা মাধ্যমে শিক্ষাদানের দাবি
১৮ বাংলা ভাষাপ্রেমী চেক অধ্যাপিকা ব্লাঙ্কা নটকোভা ক্যাপকোভা বলাকা পত্রিকার আমন্ত্রণে কোলকাতায়
২২ হুগলি জেলা কবিতা আকাদেমির উদ্যোগে ’লেখক ও পত্রিকা পঞ্জি__ হুগলি জেলা‘র আনুষ্ঠানিক প্রকাশ
২৫ ’মাইকেল মধুসূদন জীবনালেখ্য‘ তথ্যচিত্রের উদ্বোধন দ্বারভাঙা হলে মাইকেল মধুসূদন অয্কাডেমির অনুষ্ঠানে
৩০ প্রেসিডেন্সি জেলের মুখ্য নিয়ামক কবি কানাইলাল জানার সম্পাদনায় কারাবাসীদের পত্রিকা ’নবার্ক‘-র পঞ্চম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ
৩১ দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স প্রদত্ত ’ডিস্টিংগুইশ্ড পাবলিশার্স অয্ওয়ার্ড‘-এ সম্মানিত দে‘জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু দে
ফেব্রুয়ারি ২০০৮
৬ ইউনেস্কো দ্বারা কোলকাতাকে সাহিত্যের শহর হিসেবে ঘোষণার দাবিতে ব্রিটিশ কাউন্সিলের প্রস্তুত করা দলিলের উদ্বোধন ওবেরয় গ্রান্ডে
৮ ধীরেন্দ্রনাথ বাস্কে ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট প্রদান
জাহিরুল হাসান
সাহিত্যের ইয়ারবুক ২০০৮
সাহিত্যের সারা বছরের বৃত্তান্ত
সঙ্গে প্রায় তিন হাজার ঠিকানা-টেলিফোন নম্বর-ইমেল ইত্যাদি
পরিবেশক: দে বুক স্টোর, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৭৩
দে‘জ পাবলিশিং, বুক ফ্রেন্ড, সবুজপত্র এবং পাতিরামের স্টলেও পাবেন
জেলার পাঠকেরা খোঁজ করুন নিকটবর্তী বইয়ের দোকানে
প্রয়োজনে প্রকাশকের সঙ্গে কথা বলতে পারেন মোবাইলে
পূর্বা ৯০ বেচু চ্যাটার্জি স্ট্রিট, কোলকাতা ৯ (মো. ৯৪৩৩১-১১৫৪৬)
’সাহিত্যের ইয়ারবুক‘-এর পাঠক ও অনুরাগীদের জন্য ত্রৈমাসিক নিউজলেটার
নিবেদন: কিছু কিছু ক্ষেত্রে নজর আকর্ষণের জন্য বর্ণ-রঞ্জন হরফ যোজনাকারীর করা
No comments:
Post a Comment